বিডি প্রতিবেদক :
রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়ে গেল মহিলা আওয়ামী লীগের সম্মেলন। কক্সবাজার পৌর ও জেলা মহিলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় সম্মেলনে অংশগ্রহণ করে।
কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ,সাধারণ সম্পাদক হামিদা তাহের, পৌর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখির নেতৃত্বে মিছিল সহকারে প্রতিনিধি দলটি মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে অংশগ্রহণ করেন।
কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিনিধি দলে,জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী দিপ্তী শর্মা, পৌর মহিলা আওয়ামীলীগের আইরিন আক্তার, রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও রামু উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আফসানা জেসমিন পপি, চকরিয়া পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজা আমজাদ, সুফিয়া খানম, হোসনেয়ারা প্রমুখ।