ক্রীড়া ডেস্ক :
৩৬ বছরের অপেক্ষার অবসান হলো। অবশেষে লিওনেল মেসির হাতেই উঠল স্বপ্নের সোনালি ট্রপি। মাঠে শিরোপা উঁচিয়ে ধরলেন মেসি আর উচ্ছ্বাসে মেতে উঠল আর্জেন্টিনার সমর্থকরা। গোটা বিশ্বের মেসিপ্রেমীদের মাঝে বয়ে গেল আনন্দের জোয়ার। যার প্রমাণ মেলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সেই তালিকা থেকে বাদ যাননি দেশের শোবিজ তারকারাও। নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফেসবুকের দেয়ালে।
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন, ‘বোঝো নাই ব্যাপারটা? অভিনন্দন আর্জেন্টিনা।’ অন্য একটি পোস্টে তিনি আরও লেখেন, ‘আজ রাতে অনেকেরই ঘুম হবে না, কারো আনন্দে, কারো কষ্টে। ঘটনা সত্য!’