শিরোনাম :
কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কক্সবাজারে নারীর প্রতি সংহিসতা নিরোধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বেতুয়ায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২কোটি টাকা কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি : যুবক গ্রেপ্তার কক্সবাজার ট্যুরিজম অ্যাপস ভ্রমণিকা-র উদ্বোধন সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. আনিসুজ্জামান চৌধুরী চকরিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা বদরখালী বাজারে আগুন লেগে ৬ দোকান ভস্মীভূত পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে তান্ডব-লুটপাট

আধিপত্য বিস্তারের জেরে শিশুসহ চার রোহিঙ্গা গুলিবিদ্ধ

নিউজ রুম / ৫১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
উখিয়ার শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে বহিরাগত দুষ্কৃতিকারিদের হামলায় এক শিশুসহ চার রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে; এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারি পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফারুক আহমেদ জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে বি-৫৪ ব্লকে এ ঘটনা ঘটেছে।
আহতরা হল, উখিয়ার ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ সালাম (৩২), ক্যাম্পটির একই ব্লকের আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ শফি (৬৩) এবং ক্যাম্পটির বি-৫০ ব্লকের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে মোহাম্মদ শরীফ (৫৫) ও বি-৫৫ ব্লকের ইমাম হোসেনের ছেলে মোহাম্মদ নাসের (১০)।
এপিবিএন জানিয়েছে, আহতদের মধ্যে মোহাম্মদ সালামের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে ফারুক আহমেদ বলেন, বৃহস্পতিবার বিকালে উখিয়ার ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৪ ব্লকের স্থানীয় এক স্টেশনে কিছু সংখ্যক রোহিঙ্গা আড্ডা দিচ্ছিল। এসময় ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বলখেলার মাঠ দিয়ে কালো মুখোশ পরিহিত ১৫/২০ জনের একদল অজ্ঞাত দুষ্কৃতিকারি প্রবেশ করে। পরে তারা সাধারণ রোহিঙ্গাদের উপর অতর্কিত হামলা চালায়।
এতে দুষ্কৃতিকারিদের এলোপাতাড়ী ছোড়া গুলিতে এক শিশুসহ চারজন রোহিঙ্গা আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় মোহাম্মদ সালামের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
পরে রাত ১০ টায় সেখানেও (কক্সবাজার জেলা সদর হাসপাতাল) অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান এপিবিএন এর সহকারি পুলিশ সুপার।
ফারুক বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য মতে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে বহিরাগত দুষ্কৃতিকারিরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।
ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর