অসীম কুমার দে :
‘আজও বর্ণমালায় কান্না এতো, বুলেটের শব্দ মাপে বুকের ক্ষত’ এই সেøাগানে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদ প্রতিবারের মতো এবারও আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবসের আয়োজন ‘অমৃত স্বরকলি’। আজ ২০শে ফেব্রæয়ারি বিকাল ৩টা থেকে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য একুশের এই আয়োজনে রয়েছে, বিকাল ৩টায় চিত্রাংকন ও চিঠি লেখা প্রতিযোগিতা, বিকাল ৫টায় গান, আবৃত্তি, নৃত্য, কথামালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানে প্রতিযোগি, সংগঠনের শিল্পী, সদস্য এবং আপামর সাংস্কৃতিক কর্মী-সংগঠকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদের সভাপতি মো. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মনির মোবারক।