শিরোনাম :
কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কক্সবাজারে নারীর প্রতি সংহিসতা নিরোধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বেতুয়ায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২কোটি টাকা কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি : যুবক গ্রেপ্তার কক্সবাজার ট্যুরিজম অ্যাপস ভ্রমণিকা-র উদ্বোধন সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. আনিসুজ্জামান চৌধুরী চকরিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা বদরখালী বাজারে আগুন লেগে ৬ দোকান ভস্মীভূত পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে তান্ডব-লুটপাট

রোহিঙ্গা ক্যাম্পে অপহরণের ১৪ ঘণ্টা পর মসজিদের ইমামের মৃতদেহ উদ্ধার

নিউজ রুম / ৫৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে উখিয়ায় আশ্রয় শিবিরে ‘অপহরণের ১৪ ঘন্টা পর’ এক রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ; যিনি রোহিঙ্গা আশ্রয় শিবিরের স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার সকাল ১০ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সীমানা এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত সামসু আলম (৩৮) উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-ব্লকের বাসিন্দা মৃত মিয়া চান এর ছেলে।

পুলিশ জানিয়েছে, সামসু আলম রোহিঙ্গা আশ্রয় শিবিরের স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।

স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার রাত ৮ টার দিকে সামসু আলমকে নিজের ঘর থেকে অস্ত্রের মুখে মুখোশ পরিহিত একদল দূর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকাল ১০ টার দিকে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সীমানা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা এপিবিএন পুলিশকে খবর দেয়।

” পরে এপিবিএন এর সংশ্লিষ্টদের খবরে উখিয়া থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ”

ওসি বলেন, ” প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ব্যক্তিগত প্রতিপক্ষ বা কোন দুষ্কৃতিকারি গোষ্টি সামসু আলমকে অপহরণ করে এ খুনের ঘটনা ঘটিয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ”

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।


আরো বিভিন্ন বিভাগের খবর