শিরোনাম :
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা উখিয়ায় সংরক্ষিত বন থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন উখিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত “আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে হবে -মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিয়ের দাবীতে প্রবাসীর বাড়িতে তরুণীর বিষপান পেকুয়ায় ব্যবসায়ীকে হামলা ও দোকান লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কক্সবাজারে নারীর প্রতি সংহিসতা নিরোধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বেতুয়ায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২কোটি টাকা

খেলাঘরের ৭১তম প্রতিষ্ঠাবার্ষির্কী উদযাপন আনন্দময় খেলাঘর আসরের

নিউজ রুম / ১৭০ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি:
“লাল সবুজের বাংলাদেশে শিশু জীবন উঠুক হেসেখেলে”। তাইতো নৃত্য, গান, আবৃত্তি আর আড্ডায় মেতেছে খুরুশকূল আনন্দময় খেলাঘর আসরের কচিকাচা শিশুরা। জেলা খেলাঘর আসরের আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে ৫ মে খুরুশকূল আনন্দময় খেলাঘর আসরের উদ্যোগে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। দক্ষিণ খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খুরুশকুল আনন্দময় খেলাঘর আসরের সভাপতি পরিতোষ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সভাপতি সুবিমল পাল পান্না। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা খেলাঘর আসরের সাধারণ এম. জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সাংবাদিক দীপক শর্মা দিপু, অনলাইনে বক্তব্য রাখেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ধ্রুব সেন দে, ঝিনুকমালা খেলাঘর আসরের সভাপতি ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন, খুরুশকূল আনন্দময় খেলাঘর আসরের সহ-সভাপতি জুবাইর আহমদ, পিকলুময় পাল প্রমুখ।
আনন্দময় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক অসীম কুমার দত্তের সঞ্চালনায় জেলা খেলাঘর আসরের অন্যান্য কর্মকর্তারা, আনন্দময় খেলাঘর আসরের কর্মকর্তা সহ ছাত্র-ছাত্রী, অভিভাবক মণ্ডলী ও খেলাঘর প্রিয় বন্ধুরা। অনুষ্ঠানকে প্রানবন্ত করায় আনন্দময় খেলাঘর আসর এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজক কমিটির নেতৃবৃন্দরা।


আরো বিভিন্ন বিভাগের খবর