প্রেস বিজ্ঞপ্তি:
“লাল সবুজের বাংলাদেশে শিশু জীবন উঠুক হেসেখেলে”। তাইতো নৃত্য, গান, আবৃত্তি আর আড্ডায় মেতেছে খুরুশকূল আনন্দময় খেলাঘর আসরের কচিকাচা শিশুরা। জেলা খেলাঘর আসরের আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে ৫ মে খুরুশকূল আনন্দময় খেলাঘর আসরের উদ্যোগে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। দক্ষিণ খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খুরুশকুল আনন্দময় খেলাঘর আসরের সভাপতি পরিতোষ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সভাপতি সুবিমল পাল পান্না। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা খেলাঘর আসরের সাধারণ এম. জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সাংবাদিক দীপক শর্মা দিপু, অনলাইনে বক্তব্য রাখেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ধ্রুব সেন দে, ঝিনুকমালা খেলাঘর আসরের সভাপতি ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন, খুরুশকূল আনন্দময় খেলাঘর আসরের সহ-সভাপতি জুবাইর আহমদ, পিকলুময় পাল প্রমুখ।
আনন্দময় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক অসীম কুমার দত্তের সঞ্চালনায় জেলা খেলাঘর আসরের অন্যান্য কর্মকর্তারা, আনন্দময় খেলাঘর আসরের কর্মকর্তা সহ ছাত্র-ছাত্রী, অভিভাবক মণ্ডলী ও খেলাঘর প্রিয় বন্ধুরা। অনুষ্ঠানকে প্রানবন্ত করায় আনন্দময় খেলাঘর আসর এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজক কমিটির নেতৃবৃন্দরা।