রুমি শংকর :
কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর সি-৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত মোহাম্মদ হারেস (২২) উখিয়া উপজেলার ওই ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে। সে ব্যাটারি চালিত ইজিবাইকের (টমটম) চালক।
স্বজনদের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার বিকালে উখিয়া উপজেলার কুতুপালং বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় একটি গ্যারেজে ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দিতে যায়। এসময় অসতর্কতা বশতঃ ব্যাটারিতে সংযুক্ত বৈদ্যুতিক তারে তার হাত স্পর্শ হয়। এতে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হলে স্থানীয়রা দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে কুতুপালং এলাকাস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।