মুকুল কান্তি দাশ,চকরিয়া:
আনিসুর রহমান জিকু। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোল রক্ষক। সম্প্রতি বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন। দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নির্বাচিত হওয়ার পর থেকে নিজ জন্মস্থান কক্সববাজারের চকরিয়ায় সংবর্ধনার জোয়ারে ভাসছেন আনিসুর রহমান জিকু।
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপ শেষে গত ১৬ জুলাই কক্সবাজারের চকরিয়া উপজেলা ডুলাহাজারা ইউনিয়নে নিজ জন্মস্থানে আসেন দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক আনিসুর রহমান জিকু। ওইদিন ঢাকা থেকে সড়ক পথে তিনি চকরিয়ায় আসেন। পথিমধ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম তাকে চকরিয়া সরকারি কলেজ গেইট থেকে জিকুকে ফুল দিয়ে বরণ করে নেন। ওইসময় চকরিয়ার হাজার হাজার ক্রীড়ামোদি জনতা গাড়ি বহরের মাধ্যমে তাকে ঢাক-ঢোল বাজিয়ে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদে নিয়ে যান। ওইদিন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আনিসুর রহমান জিকুকে সংবর্ধনা দেয়া হয়।
এই সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ¦ জাফর আলম। এতে সভাপতিত্ব করেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান নুরুল আমিনসহ এলকার বিশিষ্টজনরা।
এরপর থেকে প্রতিদিন চকরিয়ার কোথাও না কোথাও তাকে সংবর্ধিত করা হচ্ছে। হাতে তুলে দেয়া হচ্ছে স্মৃতি স্মারকসহ নানা উপহার। সর্বশেষ সোমবার (২৪ জুলাই) চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজন করা হয়। চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় এই সংবর্ধনা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।
এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, সহকারি কমিশনার (ভুমি) মো.রাহাত-উজ জামান, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, কাকারা ইউপি চেয়ারম্যান মো.সাহাব উদ্দিন, কোণাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আবছার, চকরিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখেরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দরা। জাতীয় ফুটবল দল এবং দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক আনিসুর রহমান জিকুর সংবর্ধনা উপলক্ষে উপজেলা পরিষদের মুখে নির্মাণ করা সুসজ্জিত তোরণ। দুপুর ১২টার দিকে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গনে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান ও উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তারা তাকে ফুলের শুভেচ্ছা জানান।
সংবর্ধনার জবাবে জাতীয় ফুটবল দলের গোল রক্ষক আনিসুর রহমান জিকু বলেন, যে কারো জন্য যেকোন প্রাপ্তি গর্বের। আমার এই অর্জনের পিছনে নিজ জন্মস্থানের অবদান রয়েছে। আমি যাদের সাথে খেলে এই অবস্থানে এসেছি তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি। আমার এই প্রাপ্তি দেশের প্রাপ্তি।
তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক হিসেবে যে মর্যাদা পেয়েছি তা ধরে রাখাই এখন মুল কাজ। আমি যেন এই ধারা অব্যাহত রাখতে পারি সেজন্য আজকের দিনের মতো সকলকে পাশে চাই। দেশের জন্য যাতে সম্মান বয়ে নিয়ে আসতে পারি সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেন।