জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় অঞ্চলের ঝিরির বন্যার পানিতে নিখোঁজ শিশু মোঃ জিহান (৯) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকাল ১০টার দিকে গোয়াখালী পাড়ার এলাকার ঝিরিতে জমে থাকা বন্যার পানিতে ভাসমান শিশুর লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত-মোঃজিহান (৯) উপজেলার বদরখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ভেরুয়াখালী পাড়ার মোঃ এমরানের ছেলে।
শিশুটি নতুন বাজার তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার দিন জিহান সকাল ১০টার দিকে বাড়ির পাশে রাস্তায় বাহির হয়েছিল।হয়তো পাশ্ববর্তী গোয়াখালী পাড়ার ঝিরিতে আসা বন্যার পানিতে পড়ে যায়।এরপর থেকে স্বজনরা অনেক খোঁজাখুজি করেছেন।তারপরে দিন সকাল ১০টার দিকে বাড়ীর পাশের বন্ধ ঝিরিতে ভাসমান শিশুর লাশটি পাওয়া যায়।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) জাবেদ মাহমুদ বলেন,বন্যার পানি থেকে উদ্ধারকৃত শিশু জিহানের মরদেহটি আইনী প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।