জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় খালের পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে আরিফুল ইসলাম বাবু (৬) নামের শিশুটির মৃত্যু হয়েছে।
রবিবার (২০ আগষ্ট) বিকেল ২টা মিনিটের দিকে খুটাখালী খাল থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
সলিলসমাধি-আরিফুল ইসলাম বাবু(৬) উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফরেস্ট অফিস পাড়া আবুল কালাম(প্রতিবন্ধী) এর ছেলে।
এবিষয়ে ছেলেটির মামা মোহাম্মদ ইউনুছ ও ওয়ার্ডের মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ পেঠান মুন্সী জানান,দুপুর ১২টার দিকে সলিলসমাধি হওয়া শিশু বাবুর বাড়ীতে লাগোয়া খালের পাশে তার এক বন্ধু নিরব শীল শিশুর সাথে খেলতে-খেলতে পিচ্ছিল বালির চর থেকে পানিতে পড়ে যায়।এসময় নিরব শীল দৌঁড়ে এসে কান্নাকাটি করে প্রতিবেশী সামনে যাকে পাচ্ছেন বাবু পড়ে যাওয়ার কথাটি বলেন।তারপর শিশুটির স্বজন-প্রতিবেশী সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিস লোকজনকে খবর দিলে,তারা এসে জনতার সহযোগিতায় বিকেল প্রায় ৩টার দিকে মৃতদেহটি উদ্ধার করেছেন।পরে থানা পুলিশ এসে ছেলের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করেন আর জবানবন্দি রেকর্ড করেন।