শিরোনাম :
কক্সবাজার সদর উপজেলা বাসীর প্রতি উপজেলা নির্বাহী অফিসাারের অনুরোধ এলাকাবাসীকে কাঁদিয়ে বিদায় নিলেন সচিব মোজাহেরঃবরণ করলো সালাহউদ্দিনকে চকরিয়ায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত খুটাখালীতে স্যালু মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলনঃধসে পড়ার মূখে বেড়িবাঁধ চকরিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু কক্সবাজারে প্রতি হাজারে ২২ জন প্রতিবন্ধি নতুন বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে-হামিদ আযাদ আগ্নেয়াস্ত্র সহ দুই যুবক আটক পর্যটক সাজা দুই অস্ত্র ব্যবসায়ীর কাঁধে থাকা স্কুল ব্যাগ থেকে ৪ টি অস্ত্র ওগুলি উদ্ধার কক্সবাজারে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার, পরিদর্শনে বাফুফে টিম

শেখ কামালের জন্মবার্ষিকীতে জেলা প্রশাসন বনাম কক্সবাজার পৌরসভা একাদশের প্রীতি ফুটবল ম্যাচ ড্র

নিউজ রুম / ৩৭ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
বঙ্গবন্ধু’র জ্যেষ্ঠ সন্তান, ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে জেলা প্রশাসন বনাম কক্সবাজার পৌরসভা একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে সৌহার্দ্য সম্প্রীতির এ ম্যাচটির আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা।
শুরুতে উভয় দল আক্রমনাত্মক খেলা উপহার দেয়। নির্ধারিত সময় শেষে তীব্র উত্তেজনাপূর্ণ খেলার ফলাফল দাঁড়ায় ২-২ গোলে ড্র।
এর মধ্যে সবচেয়ে নৈপুণ্যময় খেলা উপহার দিয়েছেন কক্সবাজার পৌরসভা একাদশের অধিনায়ক মেয়র মুজিবুর রহমান। পুরো খেলায় মধ্যমাঠ থেকে বল পায়ে প্রতিপক্ষের গোলবারের সামনে গিয়ে সতীর্থ খেলোয়াড় কাউন্সিলর ওমর সিদ্দিক লালুকে চমৎকার পাশ দেন মেয়র মুজিব। তাঁর আকর্ষণীয় সেই গোলই মান রক্ষা করে পৌরসভা একাদশের।
জেলা প্রশাসন একাদশের পক্ষে নেতৃত্ব দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল।
খেলা শেষে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবিরসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।


আরো বিভিন্ন বিভাগের খবর