শিরোনাম :
শিল্পায়নে উদ্বাস্ত হচ্ছে লবণ ও পান চাষী : হুমকিতে খাদ্য নিরাপত্তা মহেশখালী কলেজে অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত, মহেশখালীর কালারমারছড়ার জলদস্যু সরদার হাসান নুরী গ্রেফতার কক্সবাজারে ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ইসলামী শ্রমনীতি ব্যতীত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়-আব্দুল্লাহ আল ফারুক ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে মানবতার বিজয় সুচিত- মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিরোধীয় জায়গায় স্হাপনা নির্মাণকে কেন্দ্র করে হামলাঃ আহত ৬ কৈয়ারবিল ইউপি সচিবের বিরুদ্ধে নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি অভিযোগ কক্সবাজার শিশু সুরক্ষা প্ল্যাটফর্ম এর সাধারণ সভা আজ সে ভয়াল ২৯ এপ্রিল:উপকূলবাসীর স্বজন হারানোর দিন

ভ্রমণে যাওয়া পর্যটকদের সেন্টমার্টিন ছাড়ার নির্দেশনা : কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল

নিউজ রুম / ৮১ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ জুন ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

রহমান তারেক :

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল রয়েছে। এ কারণে কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বার সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। আজ সোমবার রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে গতকাল ভোর রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। রাতে কক্সবাজারসহ দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। এদিকে বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যাওয়া পর্যটকদের আজ বিকেলের মধ্যে দ্বীপ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো ইয়ামিন হোসেন জানান, ৩ নম্বর সতর্কতা সংকেত জারি হওয়ায় পর্যটকদের সার্বিক বিষয় বিবেচনা করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ সোমবার সকালে টেকনাফ থেকে ৪ টি পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন যায়। এসব জাহাজে করে সকল পর্যটকদের টেকনাফে নিয়ে আসার জন্য বলা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। সেন্টমার্টিন দ্বীপের চেয়ারম্যান ও পুলিশ ফাঁড়ি মাইকিং করে পর্যটকদের সতর্ক করতে দ্বীপ ছাড়তে উৎসাহিত করছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, জেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে পর্যটকদের দ্বীপে অবস্থান না করার জন্য অনুরোধ করে মাইকিং করা হচ্ছে। সকাল থেকে কক্সবাজার শহরের লাবণি, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা সমুদ্র সৈকতে পর্যটকদের সতর্কতার সাথে গোসল করতে আহবান জানিয়ে প্রচারণা চালাচ্ছে। পাশাপাশি গভীর পানিতে নামতে পর্যটকদের নিরুৎসাহিত করছে। গভীর সাগরে চলাচল করা সবধরনের নৌযানকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর