শিরোনাম :
পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে- টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পেকুয়া থানার নতুন ওসি মোস্তাফা’র যোগদান নারী-পুরুষ সমতা বিষয়ে শিশুদের সচেতন করতে কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের নতুন প্রকল্প মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা। -মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন”

ভ্রমণে যাওয়া পর্যটকদের সেন্টমার্টিন ছাড়ার নির্দেশনা : কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল

নিউজ রুম / ১৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

রহমান তারেক :

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল রয়েছে। এ কারণে কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বার সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। আজ সোমবার রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে গতকাল ভোর রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। রাতে কক্সবাজারসহ দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। এদিকে বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যাওয়া পর্যটকদের আজ বিকেলের মধ্যে দ্বীপ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো ইয়ামিন হোসেন জানান, ৩ নম্বর সতর্কতা সংকেত জারি হওয়ায় পর্যটকদের সার্বিক বিষয় বিবেচনা করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ সোমবার সকালে টেকনাফ থেকে ৪ টি পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন যায়। এসব জাহাজে করে সকল পর্যটকদের টেকনাফে নিয়ে আসার জন্য বলা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। সেন্টমার্টিন দ্বীপের চেয়ারম্যান ও পুলিশ ফাঁড়ি মাইকিং করে পর্যটকদের সতর্ক করতে দ্বীপ ছাড়তে উৎসাহিত করছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, জেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে পর্যটকদের দ্বীপে অবস্থান না করার জন্য অনুরোধ করে মাইকিং করা হচ্ছে। সকাল থেকে কক্সবাজার শহরের লাবণি, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা সমুদ্র সৈকতে পর্যটকদের সতর্কতার সাথে গোসল করতে আহবান জানিয়ে প্রচারণা চালাচ্ছে। পাশাপাশি গভীর পানিতে নামতে পর্যটকদের নিরুৎসাহিত করছে। গভীর সাগরে চলাচল করা সবধরনের নৌযানকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর