শিরোনাম :
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা উখিয়ায় সংরক্ষিত বন থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন উখিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত “আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে হবে -মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিয়ের দাবীতে প্রবাসীর বাড়িতে তরুণীর বিষপান পেকুয়ায় ব্যবসায়ীকে হামলা ও দোকান লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কক্সবাজারে নারীর প্রতি সংহিসতা নিরোধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বেতুয়ায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২কোটি টাকা

উখিয়া জামতলী ক্যাম্পে এক রোহিঙ্গাকে জবাই করে হত্যা

নিউজ রুম / ৬২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইয়াসিন নামে এক রোহিঙ্গাকে জবাই করে হত্যা করেছে একদল দুষ্কৃতকারী।
রবিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে অবস্থিত জামতলী ১৫ নম্বর ক্যাম্পে এমএসএফ হাসপাতালের এই হত্যাকান্ড ঘটে।
নিহত মো ইয়াসিন ১৫ নম্বর ক্যাম্পের সি ওয়ান ব্লকের বাসিন্দা এবং আব্দুল বারীর পুত্র। নিহত ইয়াসিন ক্যাম্পে রাতের বেলায় পাহারাদার হিসেবে কাজ করতো বলে জানা গেছে।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শামীম হোসেন জানান রবিবার রাত সাড়ে দশটার দিকে ৭/৮ জনের একদল দুষ্কৃতকারী জামতলী রোহিঙ্গা ক্যাম্পে সি ব্লকে গিয়ে ইয়াসিনকে ঘিরে ফেলে এবং তাকে উপুর্যুপরি কুপিয়ে হত্যা করে। এসময় ইয়াসিন ক্যাম্পের সি ব্লকে রাতের বেলায় নাইট ডিউটি করছিল। দুষ্কৃতকারীরা তার মৃতদেহ পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মরদেহ উদ্ধার করে।
ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো আমির জাফর জানিয়েছে নিহত ইয়াসিন রোহিঙ্গা ক্যাম্পে পালা করে রাতের বেলায় ডিউটি করতো। রবিবার রাতে ডিউটি করার জন্য বাড়ি থেকে রাস্তায় বের হলে দুষ্কৃতকারীরা উপুর্যুপরি কুপিয়ে হত্যা করে। মিয়ানমারের রাখাইন ষ্টেটের সন্ত্রাসী গ্রুপ আরসার সন্ত্রাসীরা এই হত্যাকান্ড সংঘটিত করতে পারে বলে সন্দেহ এপিবিএন এর এই কর্মকর্তার। ঘটনার পরপরই এপিবিএন পুলিশের পাহারা জোরদার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের জন্য উখিয়া থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্হা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর