শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার মরিচ্যা চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
আটক উলায়িং রাখাইন (৩৯) কক্সবাজার সদর চৌফলদন্ডী ইউনিয়নের উত্তর মগপাড়া এলাকার সুইছিন রাখাইনের মেয়ে।
লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আর্ন্তজাতিক চোরাচালানী চক্রের একজন সদস্য বিপুল পরিমান স্বর্ণ নিয়ে অবৈধভাবে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করেছে। এই সংবাদে শনিবার উখিয়ার মরিচ্যা চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। বিকেল ৩টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে উলায়িং রাখাইনকে অভিনব কায়দায় লুকানো ১৯৯৩.৭০ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের চুড়িসহ আটক করা হয়। এসব স্বর্ণের বর্তমান বাজারমূল্য ১ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ৯৮০ টাকা।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।