
বিডি প্রতিবেদক :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তঘেঁষা পশ্চিমকুল এলাকার সবজি খেতে মিয়ানমারের আরেকটি অবিস্ফোরিত মর্টারশেল পাওয়া গেছে। এনিয়ে গেল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই এলাকায় তিনটি মর্টারশেল পাওয়া গেল।
শনিবার সকাল সাড়ে ছয়টায় একই গ্রামের বাসিন্দা গৃহবধূ হালিমা বেগম ওই মর্টারশেলটি পান।
স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, মিয়ানমারের অভ্যন্তরীন যুদ্ধের কারনে
এক সপ্তাহ পর শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে সবজি ক্ষেতে কাজ করতে যান গৃহবধূ হালিমা বেগম। এসময় তিনি ক্ষেতে মর্টারশেলটি কুড়িয়ে পান। পরে সেটি তিনি ঘরে নিয়ে যান। তবে এলাকাবাসী এটি ‘অবিস্ফোরিত মর্টারশেল’ জানালে তিনি সেটা তুমব্রু সড়কের ওপর ফেলে যান। সেই থেকে সেটি ওখানে পরে রয়েছে। তবে সড়কটিকে বিপদজনক ঘোষনা দিয়ে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে এবং যান চলাচল বন্ধ করে দিয়েছে বিজিবি।
শনিবার বিকাল সড়কের ওপর মর্টারশেলটি পড়ে আছে। সড়কের দুপাশে লাল পতাকা পুঁতে দিয়ে বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। পাশ দিয়ে আরেকটি বিকল্প পুরোনো সড়ক রয়েছে। সেটি দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশায় চড়ে মানুষ যাতায়াত করছে।