সাকলাইন আলিফ :
এবার বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে ২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে চুড়ান্ত করেছে প্রাথমিক ও গনশিক্ষা অধিদপ্তর।
সোমবার দুপুরে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফাইল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্র দুটি হলো ১ নং উত্তর ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২ নং উত্তর ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়।
বান্দরবান জেলা প্রশাসন সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে, ঘুমধুমের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র ছিল ঘুমধুম উচ্চ বিদ্যালয়। কিন্তু সীমান্তবর্তী এই ইউনিয়নের পাশের দেশ মিয়ানমারে ত্রিমুখী সংঘর্ষের কারণে ওই সেদেশের ৩৩০ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নেন। এদের মধ্যে ১৬০ জন সদস্য ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে বিজিবির আশ্রয়ে রয়েছে। এই কারণে সেই বিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। এর বদলে সোমবার একই ইউনিয়নের অন্য দুটি প্রাথমিক বিদ্যালয়কে এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে চুড়ান্ত করা হয়েছে।
এবিষয়ে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খাইরুল বশর আলম বলেন, সীমান্তবর্তী শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার নিয়মিত কেন্দ্র হলো ঘুমধুম উচ্চ বিদ্যালয়। কিন্তু মিয়ানমারের সংঘাতের কারণে ২০২৩ সালের পরীক্ষাও এখানে অনুষ্ঠিত হয়নি। এর বদলে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে হয়। এবারও সেদেশের সংঘাতের কারনে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে না। এর বদলে পাশবর্তী ১ ও ২ নং উত্তর ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন বলেন, মিয়ানমারের ত্রিমুখী সংঘর্ষ শুরু হওয়ার পরপরই কেন্দ্র পরিবর্তনের জন্য আবেদন করি। সেই আবদনের প্রেক্ষিতে সোমবার নতুন দুটি কেন্দ্র নির্ধারন করে মন্ত্রনালয়। এখন ওই কেন্দ্র দুটি পরীর্ক্ষাথীদের জন্য প্রস্তুত করা হবে।