শিরোনাম :
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা উখিয়ায় সংরক্ষিত বন থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন উখিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত “আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে হবে -মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিয়ের দাবীতে প্রবাসীর বাড়িতে তরুণীর বিষপান পেকুয়ায় ব্যবসায়ীকে হামলা ও দোকান লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কক্সবাজারে নারীর প্রতি সংহিসতা নিরোধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বেতুয়ায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২কোটি টাকা

সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা :২ রোহিঙ্গা নারী কে স্বদেশে ফেরত পাঠিয়েছে বিজিবি

নিউজ রুম / ৫৩৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

মিয়ানমারে সংঘাতের জের ধরে কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা দুই নারীকে স্বদেশে ফেরত পাঠিয়েছে বিজিবি।

এ নিয়ে দুইদিনে চার রোহিঙ্গা নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হল।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর লম্বাবিল এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা দুই নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছিল বিজিবি।
মহিউদ্দীন আহমেদ বলেন, বিকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় নাফ নদীর শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিক থেকে আসা সন্দেহজনক দুই নারী বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এসময় সেখানে দায়িত্বরত বিজিবির সদস্য ওই দুই নারীকে দেখতে পেয়ে থামার জন্য নির্দেশ দেন। পরে বিজিবির সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায়।
“ জিজ্ঞাসাবাদে, ওই দুই নারী নিজেদের মিয়ানমারের নাগরিক বলে তথ্য দেয়। মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়ার জন অনুপ্রবেশ করেছে বলে বিজিবির সদস্যদের কাছে স্বীকার করে। “
বিজিবির এ কর্মকর্তা বলেন, “ সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের রোহিঙ্গা দুই নারী নাগরিক অনুপ্রবেশের চেষ্টাকালে আটকের ব্যাপারে তাৎক্ষণিক বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। পরে বিকাল সোয়া ৪ টায় হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত পয়েন্ট দিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। “
এ নিয়ে গত দুই দিনে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের রোহিঙ্গা ৪ নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান মহিউদ্দীন আহমেদ।


আরো বিভিন্ন বিভাগের খবর