শিরোনাম :
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা উখিয়ায় সংরক্ষিত বন থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন উখিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত “আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে হবে -মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিয়ের দাবীতে প্রবাসীর বাড়িতে তরুণীর বিষপান পেকুয়ায় ব্যবসায়ীকে হামলা ও দোকান লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কক্সবাজারে নারীর প্রতি সংহিসতা নিরোধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বেতুয়ায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২কোটি টাকা

বোরির হ্যাচারীতে ফোটা রিডলি কাছিমের আরো ৩২টি বাচ্চা সাগরে অবমুক্ত

নিউজ রুম / ৫৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

:: গিয়াস আহমেদ ::
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের (বোরি) প্রাকৃতিক হ্যাচারিতে ফোটানো অলিভ রিডলি টার্টল বা জলপাই রঙা সামুদ্রিক কাছিমের আরো ৩২টি বাচ্চা গতকাল বুধবার দুপুরে সাগরে অবমুক্ত করা হয়েছে। গতকাল উখিয়ার সোনারপাড়া সৈকতে অবস্থিত বোরির হ্যাচারিতে এসব বাচ্চা ফুটে মাটি থেকে বের হয়ে আসে। এরপর দুপুরে সাগরে পূর্ণ জোয়ার চলাকালে কাছিমের বাচ্চাগুলো সাগরে অবমুক্ত করেন বোরির সমুদ্রবিজ্ঞানীরা।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর জানান, দেশে প্রথমবারের মতো ইনসিটু বা স্বস্থান পদ্ধতিতে সফলভাবে হ্যাচারিতে রিডলি বা জলপাই রঙা কাছিমের বাচ্চা ফুটিয়েছে বোরির বিজ্ঞানীরা। এরমধ্যে মঙ্গলবার হ্যাচারিতে ফুটে বের হওয়া ৪৬ বাচ্চা এবং গতকাল বুধবার ফুটে বের হওয়া আরো ৩২টি বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে। আর সবগুলো বাচ্চাই ছিল সুস্থ ও সবল। এদেরকে সৈকতে অবমুক্ত করার পর সফলভাবে ও স্বচ্ছন্দে পায়ে হেঁটে সাগরের পানিতে চলে যায়। এরআগে সোমবার একটি বাচ্চা পরীক্ষামূলকভাবে সাগরে অবমুক্ত করা হয়। এছাড়া আরো দুটি বাচ্চা বোরির ক্যাম্পাস অভ্যন্তরে অবস্থিত হ্যাচারিতে বড় করা হচ্ছে, যেগুলো এখনও সুস্থ ও সবল রয়েছে।
তিনি জানান, গত ২১ মার্চ কক্সবাজার শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণে সোনারপাড়া সৈকতে তিনটি কাছিম ডিম পাড়ে। এরমধ্যে দুটি কাছিমের ডিম একদল লোক চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে বোরির বিজ্ঞানীরা একটি কাছিমের ৯০টি ডিম স্বস্থান পদ্ধতিতে বা যেখানে ডিম পেড়েছে সেখানেই সংরক্ষণের ব্যবস্থা করে। আর এসব ডিম ফুটে গত চারদিনে ৮১টি বাচ্চা বের হয়। বাকী ৯টি ডিমের ভ্রæণ গঠিত হয়নি।
বোরির কাছিম গবেষণা দলের প্রধান ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, অ্যারিবদা বা একযোগে ডিম পাড়তে আসার জন্য বিশ^বিখ্যাত অলিভ রিডলি কাছিম বা জলপাই রঙা সামুদ্রিক কাছিম নিয়ে এটিই বোরির প্রথম গবেষণা এবং এখান থেকে পাওয়া ফলাফলও আশাতীত। এখানে ডিম ফোটার হার ৯০% হলেও বাকী ডিমগুলোতে কেন ভ্রæণ গঠিত হয়নি, তা নিয়েও বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর