মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি সৌদিয়া পরিবহণের বাসের ধাক্কায় হিরেন্দ্র শীল (৮০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২রা সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হিরেন্দ্র শীল চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘুনিয়া হিন্দুপাড়া এলাকায় মৃত বিমল চন্দ্র শীলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বৃদ্ধ হিরেন্দ্র শীল বানিয়ারছড়া স্টেশনে রাস্তার পার হচ্ছিল। এসময় চট্টগ্রামগামী দ্রæতগতির সৌদিয়া পরিবহণের একটি যাত্রীবাহি বাস বৃদ্ধ হিরেন্দ্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় বৃদ্ধ হিরেন্দ্র শীল। পরে চিরিংগা হাইওয়ে থানার পুলিশ এবং স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করতে পারলেও বাসটি পালিয়ে যায়।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ (ইন্সেপেক্টর) মোর্শেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের ধাক্কায় নিহত হিরেন্দ্র শীলের লাশ উদ্ধার করা হয়েছে। যাত্রীবাহি বাসটি পালিয়ে যাওয়ায় চালক-হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।###