মুকুল কান্তি দাশ,চকরিয়া:
আগামী ২০২৩ সালের ২৭ জানুয়ারী থেকে ৬ ফেব্রæয়ারি পর্যন্ত ১১দিন ব্যাপী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ কর্তৃক প্রবর্তিত একবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা সফল করার লক্ষ্যে সমবেত প্রার্থনা ও মতবিনিময়সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে কেন্দ্রীয় হরি মন্দিরে ঋষি অদ্বৈতানন্দ পরিষদ চকরিয়া উপজেলা শাখার উদ্যাগে এই সভা অনুষ্টিত হয়।
ঋষি অদ্বৈতানন্দ পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে’র সভাপতিত্বে প্রার্থনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাঞ্চন বিশ্বাস।
্্ঋষি অদ্বৈতানন্দ পরিষদ চকরিয়া উপজেলা শাখার নির্বাহী সদস্য সাংবাদিক মুকুল কান্তি দাশ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দিরের উপদেষ্টা হারাধন কান্তি দাশ, মিলন কান্তি দাশ, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার সেলের প্রধান ছাত্রলীগ নেতা লিপটন দেবনাথ লিপু, চকরিয়ার সদস্য রাজু দেবনাথ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- মন্টু বসাক, রাজীব ধর, নিশান দাশ, প্রকাশ মিত্র, চন্দন সুশীল, ইমন দেব, টিংকু ধর, দোলন ধর, দিলীপ দেবনাথ, মিটন বসাকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৭ জানুয়ারী থেকে ৬ ফেব্রæয়ারী পর্যন্ত ১১দিন ব্যাপী আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা অনুষ্টিত হবে। প্রতি তিনবছর অন্তর অন্তর চট্টগ্রামের বাশঁখালিস্থ “ঋষিধামে” ঋষিকুম্ভ ও কুম্ভমেলা অনুষ্টিত হয়ে আসছে। মেলায় দেশ-বিদেশের শতশত সাধু-সন্নাস্যী অংশ নেন। এই আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় পৌরহিত্য করবেন চট্টগ্রামের বাঁশখালী ও তুলশীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ।