শিরোনাম :
টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জেলে ফেরত এনেছে বিজিবি “১ টাকায় হাজার টাকার বাজার” নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবি শিশু সহ ২ জন নিখোঁজ, জীবিত উদ্ধার-৮ কক্সবাজারে নাতনির স্বামীর হাতে নানী খুন বিকাশের দোকান চুরিতে ২লাখ ৭০হাজার টাকা উধাওঃব্যথার ওপর সংবাদকর্মী ব্যথা নৌবাহিনীর অভিযান : মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া কোটি টাকার মালামাল জব্দ মালয়েশিয়া বলে ইনানী সৈকতে শতাধিক রোহিঙ্গাকে রেখে পালালো দালালরা জলবায়ু পরিবর্তনের ফলে কক্সবাজারের অনেক এলাকায় খাবার পানির সংকট :ইয়াছমিন-রহিমার পানির দুঃখ ঘুচালো হাইসাওয়া

মহেশখালীতে সেনা সদস্যকে মারধরের অভিযোগে গ্রেফতার এক

নিউজ রুম / ২৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

রহমান তারেক :
মহেশখালীতে সেনা সদস্য শামসুল ইসলামকে মারধরের অভিযোগে একজনকে আটক করেছে র‍্যাব।
২২ এপ্রিল (সোমবার) সকাল সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
আটক রমিজ উদ্দিন (৩৫) মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নয়াপাড়া এলাকার আফলাতুনের ছেলে।
সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, হামলার শিকার সেনা সদস্য শামসুল ইসলাম চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। তিনি জানান, গত ৬ এপ্রিল প্রথম দফায় তার পরিবারের উপর হামলা করা হয়। এঘটনায় ঘরের মূল্যবান আসবাবপত্র, টিভি, ফ্রিজ, কম্পিউটার, টি টেবিলের গ্লাস, ওয়ারড্রফ, শোকেচ ভেঙ্গে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন, ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, ওয়ারড্রফ থেকে নগদ ২ লাখ  টাকাসহ জমির গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট করে নেয়া হয়। এ ঘটনায় ১৪ এপ্রিল শামসুলের বড় ভাই নুর মোহাম্মদ বাদি হয়ে মহেশখালী থানায় এই মামলা করেন। যার জি,আর মামলা নম্বর ৮/৬৫। এ ঘটনার জের ধরে মামলার আসামীদের স্বজন এনামের নেতৃত্বে দ্বিতীয় দফায় আবারও সেনা সদস্য শামসুলের উপর হামলা করে। এ বিষয়ে মহেশখালী থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়।
আসামীরা হলেন, মহেশখালীর কালারমারছড়া নয়া পাড়ার রমিজ উদ্দিন, রবিউল আলম, মো. হারুনুর রশীদ, রশিদ মিয়া প্রকাশ কালু, এসমত উল্লাহ, রফিক উদ্দিন, শহিদুল্লাহ, আমির হামজা, শফিউল আলম, মহিউদ্দিন প্রকাশ মদাইয়া, নজরুল ইসলাম, সাজিদ মিয়া, মো. জুয়েল মিয়া, মোহাম্মদ সুমনসহ আরও অজ্ঞাতনামা ৭/৮ জন। তারমধ্যে ১৮ এপ্রিল রাতে মামলার প্রধান আসামী রমিজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
ভুক্তভোগী সেনা সদস্য শামসুল ইসলাম বলেন, প্রধান আসামী আইনের আওতায় আসলেও অন্য আসামীরা গ্রেপ্তার হয়নি। প্রকাশ্যে দিবালোকে ঘুরছে তারা। উল্টো মামলা তুলে নিতে আমার পরিবারকে হত্যাসহ নানা হুমকী ধমকী দিয়ে আসছে আসামীরা। তারা আমার উপর পুনরায় হামলা চালানো হয়।
জানা যায়, গত ৬ এপ্রিল বিকালে ঈদের ছুটিতে মহেশখালী কালামারছড়া নিজ গ্রামের বাড়িতে আসেন সেনা সদস্য মো. শামসুল আলম। বাড়িতে আসার সাথে সাথে আগে থেকে উৎপেতে থাকা একদল সন্ত্রাসী ওই সেনা সদস্যের বাড়িতে হামলা করে।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর