এস এম হুমায়ুন কবির :
রামু উপজেলায় ১৫ আগস্ট জাতির জনকের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পৃথক পৃথক আয়োজনে পালিত হয়েছে।
রামু উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল ও উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা স্বর্ণা ‘র নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করেন।এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে, উপজেলা প্রকৌশলী মন্জুরুল হাসান ভুঁইয়া, উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সামশুল আলম মন্ডল, যুগ্ন সাধারন সম্পাদক নুরুল কবির হেলাল, সাংগঠনিক সম্পাদক ইউনুচ রানা চৌধুরী, নুরুল হক চৌধুরী, শেখ জোনায়েদ বিপ্লব সহ পদস্হ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সকাল ১০ ঘটিকায় রামু উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা স্বর্ণা এর সভাপতিত্বে এক শোক সভা অনুষ্ঠিত হয়। রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা স্বর্ণা বলেন,জাতির জনকের আত্মস্বীকৃত খুনিদের যারা এখনো বিদেশের মাটিতে তাদের ফিরিয়ে আনার কুটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল।
রামু উপজেলা নির্বাহী অফিসার বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্হ কর্মকর্তা ও রাজনৈতিক বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ক্ষমতাসীন দল রামু উপজেলা আওয়ামীলীগ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী শোক দিবসের কর্মসুচি সূচনা করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল, সাধারন সম্পাদক সামশুল আলম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল কবির হেলাল,সাংগঠনিক সম্পাদক ইউনুচ রানা চৌধুরী, নুরুল হক চৌধুরী সহ উপজেলা আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। বিকালে স্বপ্ন পুরী কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজলের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়।সভায় বঙ্গবন্ধুর খুনিদের বিদেশের মাটি থেকে দেশে ফিরিয়ে এনে মৃত্যু দন্ড দ্রুত নিশ্চিত করার দাবী জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন।
সন্ধ্যায় রামু উপজেলা আওয়ামীলীগ বিশাল গণভোজ আয়োজন করেন।
রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির জনকের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন,এছাড়া কোরআন খানি ও মিলাদ মাহফিলের আয়োজন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোজাফফর আহমদ হেলালির সভাপতিত্বে সাধারন সম্পাদক বাবু তপন মল্লিকের উপস্থাপনায় শোক সভায় বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম হুমায়ুন কবির প্রমুখ।সভায় বঙ্গবন্ধু সহ পরিবারের শহীদ সদস্যদের রুহের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
একই ভাবে উপজেলার বিভিন্ন দপ্তরে ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার খবর পাওয়া গেছে।
এদিকে রামুর সুনামধন্য বিদ্যাপীঠ গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত ও জাতীয় শোক দিবস বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচির মাধ্যমে পালন করেছে।সকালে কোরআন খনি ও মিলাদ মাহফিল, ফলদ ও বনজ চারা রোপন,বিকালে শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক এস এম হুমায়ুন কবির।শোক সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাস্টার এনামুল হক, সহকারী শিক্ষক নুর আফজা,সাহেদা আক্তার, বেনজির রশীদ,তাজমিন জাহান লুৎফা প্রমুখ।