বিডি প্রতিবেদক :
১৫ আগস্ট জাতীয় শোক দিবস, বাঙালির শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী এক হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের মানুষ হারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের বেশীরভাগ সদস্যকে।
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষ্যে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষ রোপণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস ও জাতির পিতার শাহাদত বার্ষিকী পালন করেন উখিয়া প্রেসক্লাব।
আলোচনা সভায় সভাপতি করেন উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী ( নাদিম আলী)
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে।