সাকলাইন আলিফ :
ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে। উপলক্ষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় আলোচনা ও শোভাযাত্রা।
ইসকনের আয়োজনে কক্সবাজার শহরের গোলদিঘী চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
বক্তব্য রাখেন, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রঞ্জিত দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ ক্রান্তি দাশ, পৌর কাউন্সিলর রাজবিহারী দাশ প্রমুখ।
শেষে এক বিশাল রথযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।