পেকুয়া প্রতিনিধি ;
কক্সবাজারের পেকুয়ায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১জুলাই) বেলা ১১ টায় পেকুয়া উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান এর সঞ্চালনায় উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুল করিম,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী।
উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহন করেন পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম।
এসময় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় রাজাখালী ফৈজুন্নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় বারবাকিয়া আর্দশ উচ্চবিদ্যালয়ের শিক্ষক তাছলিমা খানম, শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় পেকুয়া জি এম সি ইনস্টিটিউশানের শিক্ষার্থী জাওদাত রহমান রোজা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহন করেন।