শিরোনাম :
টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জেলে ফেরত এনেছে বিজিবি “১ টাকায় হাজার টাকার বাজার” নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবি শিশু সহ ২ জন নিখোঁজ, জীবিত উদ্ধার-৮ কক্সবাজারে নাতনির স্বামীর হাতে নানী খুন বিকাশের দোকান চুরিতে ২লাখ ৭০হাজার টাকা উধাওঃব্যথার ওপর সংবাদকর্মী ব্যথা নৌবাহিনীর অভিযান : মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া কোটি টাকার মালামাল জব্দ মালয়েশিয়া বলে ইনানী সৈকতে শতাধিক রোহিঙ্গাকে রেখে পালালো দালালরা জলবায়ু পরিবর্তনের ফলে কক্সবাজারের অনেক এলাকায় খাবার পানির সংকট :ইয়াছমিন-রহিমার পানির দুঃখ ঘুচালো হাইসাওয়া

আইএফআইসি ব্যাংক পরিচালক পদ হারালেন সালমান এফ রহমানের ছেলে

নিউজ রুম / ১৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে খেলাপি ঋণ থাকায় আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারালেন আহমেদ সায়ান ফজলুর রহমান। তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ছিলেন।

আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আর আহমেদ সায়ান ব্যাংকটির চেয়ারম্যানের ছেলে।

গতকাল রবিবার তাকে পরিচালক হিসেবে পুনঃনিযুক্তির প্রস্তাব নাকচ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর ওই দিনই আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে তার নাম বাদ দেওয়া হয়। নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি হিসেবে তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদে ছিলেন।

জানা যায়, গত ২৭ জুন ব্যাংকের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় পুনর্নির্বাচিত আহমেদ সায়ানকে পরিচালক পদে পুনর্নির্বাচিত প্রস্তাব অনুমোদন করা হয়। এরপর পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ীতার পুনঃনিযুক্তির প্রস্তাবের অনুমোদন চেয়ে গত ১৪ জুলাই বাংলাদেশ ব্যাংকে আবেদন পাঠানো হয়। এরপর তার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক তথ্য যাচাইকালে নিশ্চিত হয় যে, আহমেদ সায়ানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইসেস ফ্যাশন লিমিটেড ঋণখেলাপি।

এ বিষয়ে গত রবিববার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, আহমেদ সায়ানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইসেস ফ্যাশনের নামে খেলাপি ঋণ থাকায় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ১৫(৬)(উ) ধারার বিধান অনুযায়ী তাকে ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে পুনঃনিযুক্তির প্রস্তাব পুনর্বিবেচনার সুযোগ নেই। তবে তার এই প্রতিষ্ঠানটি কোন ব্যাংকে ঋণখেলাপি, সেটি চিঠিতে উল্লেখ করা হয়নি।

সুত্র : দৈনিক আমাদের সময়


আরো বিভিন্ন বিভাগের খবর