বিডি ডেস্ক :
স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে খেলাপি ঋণ থাকায় আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারালেন আহমেদ সায়ান ফজলুর রহমান। তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ছিলেন।
গতকাল রবিবার তাকে পরিচালক হিসেবে পুনঃনিযুক্তির প্রস্তাব নাকচ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর ওই দিনই আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে তার নাম বাদ দেওয়া হয়। নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি হিসেবে তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদে ছিলেন।
জানা যায়, গত ২৭ জুন ব্যাংকের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় পুনর্নির্বাচিত আহমেদ সায়ানকে পরিচালক পদে পুনর্নির্বাচিত প্রস্তাব অনুমোদন করা হয়। এরপর পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ীতার পুনঃনিযুক্তির প্রস্তাবের অনুমোদন চেয়ে গত ১৪ জুলাই বাংলাদেশ ব্যাংকে আবেদন পাঠানো হয়। এরপর তার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক তথ্য যাচাইকালে নিশ্চিত হয় যে, আহমেদ সায়ানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইসেস ফ্যাশন লিমিটেড ঋণখেলাপি।
এ বিষয়ে গত রবিববার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, আহমেদ সায়ানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইসেস ফ্যাশনের নামে খেলাপি ঋণ থাকায় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ১৫(৬)(উ) ধারার বিধান অনুযায়ী তাকে ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে পুনঃনিযুক্তির প্রস্তাব পুনর্বিবেচনার সুযোগ নেই। তবে তার এই প্রতিষ্ঠানটি কোন ব্যাংকে ঋণখেলাপি, সেটি চিঠিতে উল্লেখ করা হয়নি।
সুত্র : দৈনিক আমাদের সময়