শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা

কক্সবাজার প্রেসক্লাবে মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীরা ‘আওয়ামী লীগ আমলেই নির্যাতনের শিকার হয়েছেন তারা,

নিউজ রুম / ৫৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.7583333, 0.10918114);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 29;

নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের শাসনামলের ১৫ বছরে চূড়ান্ত নির্যাতনের শিকার হয়েছেন- দাবি করে কক্সবাজারের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতারা বলেছেন, বাংলাদেশে চলমান পরিবর্তিত পরিস্থিতিতে কক্সবাজারের সনাতন সম্প্রদায়ের কেউই কোথাও নির্যাতিত হয়নি এবং জেলার কোনো মন্দির কিংবা ধর্মীয় স্থাপনাতেও কোনো সাম্প্রদায়িক হামলা হয়নি।

গত মঙ্গলবার বিকেল ৪টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতারা। কক্সবাজার প্রেসক্লাবের নবগঠিত কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করেন।

সভায় সাংবাদিক ইউনিয়নের সভাপতি এডভোকেট জি এ এম আশেক উল্লাহ বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেশে একটা প্রতিবিপ্লব সৃষ্টি করার জন্য হিন্দু ভাইদের ব্যবহার করা হচ্ছে।

জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি এডভোকেট রণজিৎ দাশ বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পূজা উদযাপন পরিষদ কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না।

সনাতন সম্প্রদায়ের শতাধিক নেতাকর্মী ওই মতবিনিময় সভায় উপস্থিত হয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। তারা বলেন, জামায়াত-শিবির ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জেলাব্যাপী মন্দির ও সনাতন ধর্মীয় স্থাপনাগুলো পাহারা দিয়েছেন। এতে শংকামুক্ত থেকেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন।

বিগত সরকারের আমলে রামুর বৌদ্ধ মন্দিরে আগুন, পুরোহিত নিহতসহ সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছেন। এসব ঘটনার পুনঃতদন্ত দাবি করেন তারা।

মতবিনিময় সভায় প্রেসক্লাব নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি মাহবুবর রহমান, সহ-সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের কক্সবাজার অফিস প্রধান জি এ এম আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আনছার হোসেন, ক্রীড়া সম্পাদক এম আর মাহবুব, নির্বাহী সদস্য আতাহার ইকবাল, আবু ছিদ্দিক ওসমানী, শামসুল হক শারেক, কামাল হোসেন আজাদ প্রমূখ।

এই সম্প্রীতির এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রণজিৎ দাশ, রাজবিহারী দাশ, উদয় শংকর পাল মিঠু, সনাতন ছাত্র ঐক্যের সমন্বয়ক অন্তর দে বিশাল, পূজা পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর, সংখ্যালঘু ছাত্র ঐক্যের রাসেল দে, দোলন ধর, রাজু পাল, প্রদীপ দাশ, মৃদুল কান্তি ধর, বলরাম দাশ, এড. বাপ্পী শর্মা, স্বপন কান্তি পাল, দুলাল কান্তি, রতন দাশ, বেন্টু দাশ ও দুলাল চক্রবর্তী প্রমূখ।


আরো বিভিন্ন বিভাগের খবর