বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের সংখ্যা জানালো জাতিসংঘ

নিউজ রুম / ১২ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন

বিডি ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৩২শিশুসহ ৬ শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।

আজ শুক্রবার (আগস্ট) প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে জাতিসংঘ মানবাাধিকার কমিশন।

বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতার প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক শিরোনামের প্রতিবেদন অনুযায়ী, গণমাধ্যম ও আন্দোলনকারীদের তথ্যমতে, গত ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৪০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আর ৫ ও ৬ আগস্টের বিক্ষোভে ২৫০ জন নিহতের খবর জানা গেছে।

এছাড়াও ৭ থেকে ১১ আগস্টের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে সহিংসতায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিরাও রয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর