জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে নিখোঁজ সিফাতের সন্ধান চায় পরিবার

নিউজ রুম / ১০ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ

জুলাই মাসে শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামিল ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অর্নাসের ছাত্র সিফাতুল ইসলাম। আন্দোলন চলাকালীন পরিবারের সাথে যোগাযোগ রাখতো সিফাত। গত ৩ আগষ্ট সিফাত মায়ের সাথে কথা বলার পর থেকে অদ্যবধি পর্যন্ত ফোন বন্ধ ছেলেটি নিখোঁজ বলে নিশ্চিত করেন তার পরিবার। নিখোঁজ-সিফাতুল ইসলাম,চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন মসজিদ এলাকার বাসিন্দা ছদরুল ইসলাম (চৌধুরী) ছেলে। নিখোঁজের পিতা ছদরুল জানান,আমার ছেলে ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে থাকতেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেষ সময়েও গত ৩ আগষ্ট তার মায়ের সঙ্গে কথা বলেছিল।তখন থেকে আমার ছেলে সিফাতের মোবাইল বন্ধ পেয়ে ঢাকায় থাকা এলাকার অন্যান্য লোকজন থেকে খোঁজ নিলে তারা দেখেনি বলে জানান। তাই আমি ছেলের খোঁজে ঢাকায় এসেছি।কিন্তু এখনো খোঁজ পাইনি।বিধায় আমার ছেলেকে কেউ দেখলে কিংবা কোথায় আছে জানলে নিম্নে আমার 01813704153 ও বড় ভাই 01836239815 যোগাযোগ করার অনুরোধ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর