দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি ;
কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে এক শিশু সহ ৩ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ আগষ্ট ) ভোর রাতে উপজেলার শিলখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঢালার মূখ সেগুন বাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিলখালী জারুলবুনিয়া ঢালার মুখ সেগুনবাগিচা এলাকার প্রবাসী সরওয়ার হোসেনের শিশু কন্যা
তোহা (৮), ময়না(১৩) ও সরোয়ার হোসেনের স্ত্রী মমতাজ বেগম (৪২)।
প্রতিবেশী ও নিহত মমতাজ বেগমের বোন শারমিনা জানান,ভোর রাতে হঠাৎ বজ্রপাতের মত বিকট শব্দ শুনতে পাই, পরে বোনের বসত ঘরে গিয়ে দেখি ইটের দেয়াল ও মাটি চাপা পড়া অবস্থায় মমতাজ বেগমের চেহারা দেখা যায়।
পরে স্থানীয়রা এসে আমার বোনসহ বোনে নাতি, ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বসতবাড়ী পিছনে বিশাল একটি পাহাড়ের একাংশ সেমিপাকা বসতঘরে আছড়ে পড়ে, এসময় ঘরের কংকিটের দেয়াল ও মাটি চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় দুই শিশুসহ এক মহিলার মৃত্যু হয়।
টানা কয়েক দিনের ভারী বৃষ্টির কারনে পাহাড় ধসের তিন জনের মৃত্যুের বিষয় নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পাহাড় ধসে শিশু সহ তিন জনের মৃত্যু হয়েছে,ঝুকিপূর্ণ এলাকা থেকে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।