শিরোনাম :
পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে- টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পেকুয়া থানার নতুন ওসি মোস্তাফা’র যোগদান নারী-পুরুষ সমতা বিষয়ে শিশুদের সচেতন করতে কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের নতুন প্রকল্প মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা। -মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন”

পেকুয়ায় ৩ দিন ব্যাপী কন্দাল কৃষি মেলা উদ্বোধন

নিউজ রুম / ১৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি ;
বাংলাদেশে উৎপাদিত গুরুত্বপূর্ণ কন্দাল ফসলসমূহের মধ্যে রয়েছে আলু, মিষ্টিআলু, কচু, মেটেআলু, কাসাভা অন্যতম।  এসব কন্দাল ফসল স্টার্চ, অ্যালকোহল ঔষধসামগ্রীর মতো বিভিন্ন শিল্পদ্রব্য তৈরিতেও অতিব গুরুত্ব পাচ্ছে। প্রতি বছর কন্দাল ফসলের উৎপাদন বাড়াতে কৃষি সম্প্রচারণ অধিদপ্তর কন্দাল কৃষি মেলার আয়োজন করে আসছে ।
তারই ধারাবাহিকতায় কক্সবাজারের পেকুয়ায় উৎপাদিত কৃষিজাত পণ্যের ৩ দিন ব্যাপী কন্দাল কৃষি মেলা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২০ আগষ্ট) বেলা ১১ উপজেলা কৃষি সম্প্রচারণ অধিদপ্তরের আয়োজনে ৩ ব্যাপীর এ মেলার উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর পেয়ারা বেগম।
উপজেলা কৃষি সম্প্রচারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাসেল এর সভাপতিত্বে আয়োজিত কৃষি মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর পেয়ারা বেগম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু,পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক ছফওয়ানুল করিম,প্রধান শিক্ষক আবুল হাসেম,সহকারী কৃষি কর্মকর্তা সবুজ কান্তি ধর প্রমুখ।
এসময় কৃষি কর্মকর্তা মোঃ রাসেল  বলেন,স্থানীয়ভাবে আলু হিসেবে পরিচিত গোলআলু বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ সবজি এবং পরিপূরক খাদ্যফসল যা উৎপাদনের দিক থেকে ধান ও গমের পর দ্বিতীয় অবস্থানে এবং চাষাধীন জমির পরিমাণের দিক থেকে ধান ও গমের পর তৃতীয় অবস্থানে রয়েছে।
কন্দাল ফসলের উৎপাদন ও এর ব্যাপকতা বাড়াতে কৃষকদের নিয়ে আমরা এধরনের মেলার আয়োজন করছি,ফলে পেকুয়ার  অঞ্চলে এর সফলতা পাচ্ছি, আগামীতে কৃষিজাত পণ্যের সংকট নিরসনে বেশ ভূমিকা রাখবে।
মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খামারি ও নার্সারীর স্টলে কন্দাল ফসল প্রদর্শন করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর