শিরোনাম :
টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জেলে ফেরত এনেছে বিজিবি “১ টাকায় হাজার টাকার বাজার” নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবি শিশু সহ ২ জন নিখোঁজ, জীবিত উদ্ধার-৮ কক্সবাজারে নাতনির স্বামীর হাতে নানী খুন বিকাশের দোকান চুরিতে ২লাখ ৭০হাজার টাকা উধাওঃব্যথার ওপর সংবাদকর্মী ব্যথা নৌবাহিনীর অভিযান : মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া কোটি টাকার মালামাল জব্দ মালয়েশিয়া বলে ইনানী সৈকতে শতাধিক রোহিঙ্গাকে রেখে পালালো দালালরা জলবায়ু পরিবর্তনের ফলে কক্সবাজারের অনেক এলাকায় খাবার পানির সংকট :ইয়াছমিন-রহিমার পানির দুঃখ ঘুচালো হাইসাওয়া

পেকুয়ায় ৩ দিন ব্যাপী কন্দাল কৃষি মেলা উদ্বোধন

নিউজ রুম / ২০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি ;
বাংলাদেশে উৎপাদিত গুরুত্বপূর্ণ কন্দাল ফসলসমূহের মধ্যে রয়েছে আলু, মিষ্টিআলু, কচু, মেটেআলু, কাসাভা অন্যতম।  এসব কন্দাল ফসল স্টার্চ, অ্যালকোহল ঔষধসামগ্রীর মতো বিভিন্ন শিল্পদ্রব্য তৈরিতেও অতিব গুরুত্ব পাচ্ছে। প্রতি বছর কন্দাল ফসলের উৎপাদন বাড়াতে কৃষি সম্প্রচারণ অধিদপ্তর কন্দাল কৃষি মেলার আয়োজন করে আসছে ।
তারই ধারাবাহিকতায় কক্সবাজারের পেকুয়ায় উৎপাদিত কৃষিজাত পণ্যের ৩ দিন ব্যাপী কন্দাল কৃষি মেলা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২০ আগষ্ট) বেলা ১১ উপজেলা কৃষি সম্প্রচারণ অধিদপ্তরের আয়োজনে ৩ ব্যাপীর এ মেলার উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর পেয়ারা বেগম।
উপজেলা কৃষি সম্প্রচারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাসেল এর সভাপতিত্বে আয়োজিত কৃষি মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর পেয়ারা বেগম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু,পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক ছফওয়ানুল করিম,প্রধান শিক্ষক আবুল হাসেম,সহকারী কৃষি কর্মকর্তা সবুজ কান্তি ধর প্রমুখ।
এসময় কৃষি কর্মকর্তা মোঃ রাসেল  বলেন,স্থানীয়ভাবে আলু হিসেবে পরিচিত গোলআলু বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ সবজি এবং পরিপূরক খাদ্যফসল যা উৎপাদনের দিক থেকে ধান ও গমের পর দ্বিতীয় অবস্থানে এবং চাষাধীন জমির পরিমাণের দিক থেকে ধান ও গমের পর তৃতীয় অবস্থানে রয়েছে।
কন্দাল ফসলের উৎপাদন ও এর ব্যাপকতা বাড়াতে কৃষকদের নিয়ে আমরা এধরনের মেলার আয়োজন করছি,ফলে পেকুয়ার  অঞ্চলে এর সফলতা পাচ্ছি, আগামীতে কৃষিজাত পণ্যের সংকট নিরসনে বেশ ভূমিকা রাখবে।
মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খামারি ও নার্সারীর স্টলে কন্দাল ফসল প্রদর্শন করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর