এস এম হুমায়ুন কবির :
বিশ্ব হাতি দিবস উপলক্ষে কক্সবাজার উত্তর বনবিভাগের বাঁকখালি বন রেঞ্জের উদ্যোগে আজ ১৬ আগস্ট ১০ ঘটিকায় এক সেমিনার কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
বাঁকখালি বন রেঞ্জ অফিসার সরওয়ার জাহানের সভাপতিত্বে ঘিলাতলি বনবিট কর্মকর্তা গিয়াস উদ্দিনের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক প্রান্তোষ চন্দ্র রায়।
সভাপতির বক্তব্যে বাঁকখালি বন রেঞ্জ অফিসার সরওয়ার জাহান বলেন,বিশ্ব দিবসে প্রধান অঙ্গীকার হউক হাতি সংরক্ষণে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।কোন ভাবে বন্য হাতি হত্যা কিংবা ক্ষতিসাধন করা যাবে না।বাঁকখালি বন রেঞ্জ অফিসার সরওয়ার জাহান আরো বলেন, পৃথিবী ব্যাপী হাতির অস্তিত্ব প্রায় বিপন্ন, কক্সবাজারে অধিকাংশ হাতির অভয়ারণ্য।হাতি কে সুরক্ষা করতে না পারলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে এতে কোন সন্দেহ নেই।তিনি হাতি সংরক্ষণে আরো সজাগ হওয়ার আহবান জানান।
প্রায় ২ শতাধিক স্হানীয় বিভিন্ন পেশার জনগোষ্ঠীর অংশগ্রহণে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমদ, ঘিলাতলি বনবিট কর্মকর্তা গিয়াস উদ্দিন, কচ্ছপিয়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন, সংবাদকর্মী হাবিবুর রহমান সোহেল, জয়নাল আবেদিন টুক্কু প্রমুখ।
আলোচনা সভা শেষে বিশ্ব হাতি দিবস উপলক্ষে জনসচেতনতা মূলক বিশাল র্যালী ইউনিয়ন পরিষদ সম্মুখস্থ প্রধান সড়ক হয়ে গর্জনিয়া বাজার পর্যন্ত গিয়ে শেষ হয়।