শিরোনাম :
টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জেলে ফেরত এনেছে বিজিবি “১ টাকায় হাজার টাকার বাজার” নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবি শিশু সহ ২ জন নিখোঁজ, জীবিত উদ্ধার-৮ কক্সবাজারে নাতনির স্বামীর হাতে নানী খুন বিকাশের দোকান চুরিতে ২লাখ ৭০হাজার টাকা উধাওঃব্যথার ওপর সংবাদকর্মী ব্যথা নৌবাহিনীর অভিযান : মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া কোটি টাকার মালামাল জব্দ মালয়েশিয়া বলে ইনানী সৈকতে শতাধিক রোহিঙ্গাকে রেখে পালালো দালালরা জলবায়ু পরিবর্তনের ফলে কক্সবাজারের অনেক এলাকায় খাবার পানির সংকট :ইয়াছমিন-রহিমার পানির দুঃখ ঘুচালো হাইসাওয়া

রামুতে বনবিভাগের আয়োজনে বিশ্ব হাতি দিবস পালিত

নিউজ রুম / ২৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন

এস এম হুমায়ুন কবির :
বিশ্ব হাতি দিবস উপলক্ষে কক্সবাজার উত্তর বনবিভাগের বাঁকখালি বন রেঞ্জের উদ্যোগে আজ ১৬ আগস্ট ১০ ঘটিকায় এক সেমিনার কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
বাঁকখালি বন রেঞ্জ অফিসার সরওয়ার জাহানের সভাপতিত্বে ঘিলাতলি বনবিট কর্মকর্তা গিয়াস উদ্দিনের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক প্রান্তোষ চন্দ্র রায়।
সভাপতির বক্তব্যে বাঁকখালি বন রেঞ্জ অফিসার সরওয়ার জাহান বলেন,বিশ্ব দিবসে প্রধান অঙ্গীকার হউক হাতি সংরক্ষণে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।কোন ভাবে বন্য হাতি হত্যা কিংবা ক্ষতিসাধন করা যাবে না।বাঁকখালি বন রেঞ্জ অফিসার সরওয়ার জাহান আরো বলেন, পৃথিবী ব্যাপী হাতির অস্তিত্ব প্রায় বিপন্ন, কক্সবাজারে অধিকাংশ হাতির অভয়ারণ্য।হাতি কে সুরক্ষা করতে না পারলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে এতে কোন সন্দেহ নেই।তিনি হাতি সংরক্ষণে আরো সজাগ হওয়ার আহবান জানান।
প্রায় ২ শতাধিক স্হানীয় বিভিন্ন পেশার জনগোষ্ঠীর অংশগ্রহণে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমদ, ঘিলাতলি বনবিট কর্মকর্তা গিয়াস উদ্দিন, কচ্ছপিয়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন, সংবাদকর্মী হাবিবুর রহমান সোহেল, জয়নাল আবেদিন টুক্কু প্রমুখ।
আলোচনা সভা শেষে বিশ্ব হাতি দিবস উপলক্ষে জনসচেতনতা মূলক বিশাল র্যালী ইউনিয়ন পরিষদ সম্মুখস্থ প্রধান সড়ক হয়ে গর্জনিয়া বাজার পর্যন্ত গিয়ে শেষ হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর