শিক্ষার্থীদের উপর আনসার বাহিনীর হামলার প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন

নিউজ রুম / ১৮৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

পেকুয়া প্রতিনিধি ;
শিক্ষার্থীদের উপর আনসার বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৭ আগষ্ট) সকাল ১০ টায় কক্সবাজারের পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূল কলেজ ক্যাম্পাসে   ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শহীদ জিয়াউর রহমান কলেজের ২১ ব্যাচ এর প্রাক্তন ছাত্র মোহাম্মদ জিহাদুল ইসলাম,মোহাম্মদ সরফরাজ, মোহাম্মদ আরফাত,এশা চৌধুরী।
বক্তারা বলেন, আনসার সদস্যরা ঢাকা ভার্সিটির ভাইদের উপর হামলা চালিয়ে  আনসার লীগ পরিচয় দিয়েছে, নিশ্চিত তারা হাসিনার স্বৈরাচারী তন্ত্রের দোসর। হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে অকৌশলে নেমেছে, অবিলম্বে   বাংলাদেশ থেকে আনসার বাহিনীকে নিষিদ্ধ করার দাবী জানান।
এসময় শিক্ষার্থীরা  আনসার লীগ হঠাও দেশ বাঁচাও ” বয়কট, বয়কট আনসার লীগ বয়কট নানান শ্লোগান দেন।


আরো বিভিন্ন বিভাগের খবর