
বিডি প্রতিবেদক :
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব, বাংলাদেশ ইসলামী যুবসমাজের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, স্বৈরতন্ত্রের পতনের পরও তার প্রেতাত্মারা রয়ে গেছে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে। তারাই ধর্মভিত্তিক রাজনীতি ও পর্দাসহ ইসলামের বিভিন্ন বিধি-বিধানের বিরুদ্ধে কথা বলছে। এমতাবস্থায় ইসলামপ্রিয় দেশপ্রেমিক তারুণ্যকে সতর্কতার সাথে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে ইসলাম ও দেশদ্রোহীদের যাবতীয় চক্রান্ত রুখে দিতে হবে।
তিনি বাংলাদেশ ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি সম্প্রতি কক্সবাজার সফরকালে ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় মাওলানা ইসলামাবাদী যুবসমাজকে আদর্শিক চেতনায় উজ্জীবিত করে রাষ্ট্র পূনর্গঠনে কাজে লাগানোর আহবান জানান।
ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সমন্বয় কমিটির আহবায়ক মুহাম্মদ আবুল মঞ্জুরের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, যুগ্ম আহবায়ক মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ, সদস্য সচিব মাওলানা শওকত আলী, সদস্য মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা আতাউল্লাহ প্রমুখ।