শিরোনাম :
শিল্পায়নে উদ্বাস্ত হচ্ছে লবণ ও পান চাষী : হুমকিতে খাদ্য নিরাপত্তা মহেশখালী কলেজে অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত, মহেশখালীর কালারমারছড়ার জলদস্যু সরদার হাসান নুরী গ্রেফতার কক্সবাজারে ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ইসলামী শ্রমনীতি ব্যতীত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়-আব্দুল্লাহ আল ফারুক ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে মানবতার বিজয় সুচিত- মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিরোধীয় জায়গায় স্হাপনা নির্মাণকে কেন্দ্র করে হামলাঃ আহত ৬ কৈয়ারবিল ইউপি সচিবের বিরুদ্ধে নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি অভিযোগ কক্সবাজার শিশু সুরক্ষা প্ল্যাটফর্ম এর সাধারণ সভা আজ সে ভয়াল ২৯ এপ্রিল:উপকূলবাসীর স্বজন হারানোর দিন

পেকুয়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপে সর্তক অবস্থানে র‍্যাব,আইনশৃঙ্খলা সুমন্নত রাখা হবে : এ এসপি র‍্যাব ১৫

নিউজ রুম / ১১৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ জুন ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার পেকুয়া  ;
পেকুয়ায় শারদীয় পূজা মন্ডপে সর্তক অবস্থান থাকবে র‍্যাব সহ  অন্যন্যা আইনশৃঙ্খলা বাহিনী,টহলের পাশাপাশি সাদা পোশাকে নিয়োজিত থাকবে র‍্যাবের টিম। পূর্জা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা সুমন্নত রাখা হবে জানান র‍্যাব ১৫ অতিরিক্ত সুপার (এএসপি) মোঃ জামাল উদ্দীন চৌধুরী।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে শারদীয় দূর্গোৎসব মন্ডপে নিরাপত্তা নিশ্চিতে পেকুয়া উপজেলা কেন্দ্রীয় পূর্জা মন্ডপে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  র‍্যাব ১৫ এএসপি মোঃ জামাল উদ্দীন চৌধুরী একথা বলেন।
পেকুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তফা, র‍্যাব ১৫ ডিডি মোঃ মোস্তফা,পেকুয়া সদর ইউপির প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ আজাদ, সংবাদ কর্মী দেলওয়ার হোসাইন, এফ এম সুমন,উপজেলা পূর্জা উদযাপন সমন্বয়ক কমিটির আহবায়ক রমেশ বিশ্বাস।
বক্তব্যে পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বড় আয়োজন শারদীয় দূর্গোৎসব এ উৎসবে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, র‍্যাব,  গোয়েন্দার সংস্থার আনসার বাহিনী মাঠে কঠোর অবস্থানে রয়েছে। এখান থেকে একটি ম্যাসেজ দিতে চাই এভাবের পূর্জায় কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করার আগেই আইন প্রয়োগকারি সংস্থা তাদের আটক করবে।  সুতরাং পুরো পেকুয়াকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
এসময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শোয়াইব,বীর মুক্তিযোদ্ধা অনিল কান্তি, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রণব কান্তি শীল,পেকুয়া সদর কেন্দ্রীয় পূজা উদযাপন সভাপতি শিমুল বিশ্বাস, সাধারণ সম্পাদক  গৌতম বিশ্বাস,সদস্য ভাস্কর বিশ্বাসসহ প্রমূখ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর