বিডি প্রতিবেদক :
কক্সবাজার শহরের স্বাস্থ্য সেবায় বিষয় নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার পৌরসভা ও USAID এর আয়োজনে Orientation On Local Health System Ssustainability Project (LHSS) বিষয়ের উপর শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, স্বনামধন্য চিকিৎসক, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার অনুপম বড়ুয়া, কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মমিনুর রহমান,
কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী এ কে এম তারিকুল আলম, কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, রাজীব আজওয়া, পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর বৃন্দ,পৌরসভার কর্মকর্তা ও বিভিন্ন এন জি ওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।