অপহরণে ব্যর্থ হয়ে স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যার চেষ্টাঃঘাতক আটক

নিউজ রুম / ৩২ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়ায় অপরহণে ব্যর্থ হয়ে স্কুল ছাত্রীকে জোর পূর্বক গলা কেটে হত্যার চেষ্টা।পরে খবর পেয়ে ঘাতক তৌহিদ (২২)কে আটক করে পুলিশ।
গত মঙ্গরবার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কাকারা এলাকায় এঘটনা ঘটে।
ঘাতক-তৌহিদ(২২) কাকারা ইউপির ৮ নং ওয়ার্ড দক্ষিণ কাকারা এলাকা সিরাজ নূরের ছেলে।
দক্ষিণ কাকারা গ্রামের কামাল হোসেন বলেন,গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় সিরাজ নূরের বখাটে ছেলে তৌহীদ তার কয়েকজন সঙ্গী নিয়ে আমার অষ্টম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে অপহরণের চেষ্টা চালায়।এতে তারা ব্যর্থ হয়ে মেয়েটির গলায় চুরি চালিয়ে হত্যার চেষ্টা করেন।ঘটনার সাথে সাথে পুলিশকে খবর দিই।তাৎক্ষণিক পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।মেয়েটির গলায় ১০ টি সেলাই দেওয়া হয়েছে।বর্তমানে হাসপাতালের চিকিৎসাধিন রয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেয়েটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঐরাতেই ঘাতক তৌহিদকে আটক করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর