বিডি ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত প্রায় ১২ লাখ নাগরিককে আশ্রয় দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক, পরিবেশ ও নিরাপত্তা নিয়ে চরম হুমকির মুখে রয়েছে।সোমবার রাজধানীর একটি হোটেলে ৪৬তম ইন্দো-প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে র্ভাচুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এসময় তিনি এ কথা বলেন,প্রধানমন্ত্রী জানান, যেকোন ধরনের যুদ্ধ সব দেশের জন্যই সংকট সৃষ্টি করে। উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এখন সবদেশেরই প্রধান লক্ষ্য, আর এসবই টেকসই উন্নয়ন দিতে পারে।