হাসান ইসমাইল :
বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে আহত শিশু কন্যা সাদিয়া জান্নাত (১০) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে তাকে রাত সাড়ে ১১ টা নাগাদ উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতাল চমেকে প্রেরন করা হয়। সাদিয়া জান্নাত নো ম্যান্স ল্যান্ডের কোনার পাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা , তার পিতার নাম সলিম উল্লাহ। এ ঘটনায় আহত বাকী ৪ জন এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার রাতে মিয়ানমার থেকে আসা মটার শেলের আঘাতে ইকবাল হোসেন (১৭) নামের এক রোহিঙ্গা মারা যায়।