বিডি প্রতিবেদক :
কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক দম্পত্তিকে হয়রানির দায় স্বীকার করায় মোঃ ইউনুস নামের সেই ফটোগ্রাফারকে ৪ দিনের কারাদান্ড দিয়েছে আদালত।
সোমবার বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম ওই আদেশ দেন।
এবিষয়ে কক্সবাজার ট্যুরিস্ট জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, শনিবার (১৬ জুলাই) আমাদের সরকারি নাম্বারের হোয়াটসঅ্যাপে একজন ভুক্তভোগী ফটোগ্রাফার কর্তৃক হয়রানির একটি অভিযোগ পাঠান। সেই অভিযোগের প্রেক্ষিতে রবিবার সকালে তাকে আটক করে আদালতে পাঠানো হয়।
তিনি আরো বলেন, সেই ফটোগ্রাফার সোমবার আদালতে দোষ স্বীকার করে। পরে আদালত তাকে ৪ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়।