বায়েজিদ কামরুল:
কক্সবাজার শহরের মোহাজের পাড়া এলাকায় নিজ বাসা থেকে একজন ফল ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতের কোন এক সময় তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ জিঙ্গেসবাদের জন্য ছৈয়দ নুর (২২) নামে একজনকে আটক করেছে।
আটক ছৈয়দ নুর মোহাজের পাড়ার বেলালের ছেলে।
নিহত ফল বিক্রেতার নাম ওসমান (৩৫)। তিনি মোহাজের পাড়ার মৃত নুর আহমেদ।
স্থানীয়রা জানিয়েছেন, ৯১’ সালের দিকে নিহত ওসমানের পুরো পরিবার মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসেন। এরপরে কক্সবাজার শহরের মোহাজের পাড়ায় বসবাস শুরু করেন। ছোট বেলা থেকে ওসমান জড়িয়ে পড়েন চুরি, ছিনতাইসহ নানা অপরাধে। তার মায়ের মৃত্যুর পর ছিনতাই ছেড়ে কক্সবাজার সদর হাসপাতাল এলাকায় ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার হত্যাকান্ড নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কক্সবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বাসা থেকে ওসমানের লাশ উদ্ধার করা হয়। তবে কি কারণে, কারা তাকে হত্যা করা হয়েছে তা এখন বলা যাচ্ছে না। জিঙ্গেসবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।