বিডি প্রতিবেদক :
আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরকান সালভেশন আর্মি (কথিত আরসা) দুই গ্রুপের মধ্যে দফায় দফকয় গোলাগুলির ঘটনা ঘটেছে।
এতে একজন হেড মাঝিসহ অন্তত ৩ জন রোহিঙ্গা গুলিবৃদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।তবে এখনো আহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টার দিকে উখিয়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি স্বীকার করেছেন ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
আহতরা হলেন, মোঃ হোসেন আলী, হেড মাঝি, ক্যাম্প-৪, ব্লক-ডি এবং এফ, রশিদ আলম, ক্যাম্প-৪, ব্লক-এফ/১১, নূর হোসেন, ক্যাম্প-৪, ব্লক-এফ/১১
তাদের কে গণ স্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে মোঃ হোসেন আলী মাঝির অবস্থা আশংকাজনক বলে জানাগেছে।
পুলিশ সুপার নাইমুল হক জানান, ৪নং ক্যাম্পে কথিত আরসার দুইটি গ্রুপের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবৃদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাপাতালে নিয়ে যাওয়া হয়েছে।তবে এখন পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।