শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ারুল আজিম জোসেফের মৃত্যু ; প্রেসক্লাবের শোক প্রকাশ আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ৫৫ জেলে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের জলখেলী উৎসব শুরু রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব নাঃ ড. খলিলুর রহমান পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু মহেশখালী-কক্সবাজার নৌপথে পরীক্ষামূলক ভাবে সি-ট্রাক চালু, চকরিয়ায় ভূয়া নৌ-বাহিনীর সদস্য পরিচয়কারী নারী-পুরুষ গ্রেফতার চকরিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিং উদ্বোধন কক্সবাজারগামী ট্রেনে আগুন, আতঙ্কে লাফ দেওয়া মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

কক্সবাজার জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মার্শাল

নিউজ রুম / ৮৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহিনুল হক মার্শাল।
আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৭৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৫ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহন চলে। জেলার মোট ৯টি কেন্দ্রের ১৮টি বুথে এই ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে মোট ৯৯৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৯৮৮ জন ভোটার। এরমধ্যে ৫টি ভোট বাতিল হয়। সদস্য পদে ১ নম্বর ওয়ার্ড থেকে জাফর আহমদ, ২ নম্বর ওয়ার্ড থেকে হুমায়ুন কবির চৌধুরী, ৩ নম্বর ওয়ার্ড থেকে মাহমুদুল করিম মাদু, ৪ নম্বর ওয়ার্ড থেকে ফরিদুল আলম, ৫ নম্বর ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরিফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড থেকে আবু তৈয়ব, ৭ নম্বর ওয়ার্ড থেকে শওকত হোসেন, ৮ নম্বর ওয়ার্ড থেকে নুরুল ইসলাম ভুট্টাে, ৯ নম্বর ওয়ার্ড থেকে শহিদুল ইসলাম মুন্না নির্বাচিত হন।

এছাড়া মহিলা সদস্য পদে হুমাইরা বেগম, আশরাফ জাহান কাজল, তানিয়া আফরিন নির্বাচিত হন।


আরো বিভিন্ন বিভাগের খবর