২ টি মাছ ২ লাখ ৭০ হাজার

নিউজ রুম / ৫৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

হাবিব খান:
সেন্টমার্টিন দ্বীপের সফল জেলে গনি মিয়ার জালে লাখ টাকার সোনালী পোঁয়া। দুই মাছ বিক্রি করলেন ২ লাখ ৭০ হাজার টাকায়। একটার ওজন ৩০ কেজি আরেকটার ওজন ২৪ কেজি। মাছ দুই টায় মা মাছ ছিল। যদি পুরুষ মাছ হলে বিক্রি হতো কমপক্ষে দশ থেকে পনের লাখ টাকা জানিয়েছেন মাছের মালিক গনি মিয়া। এই মাছ সাগরের সব জায়গায় পাওয়া যায়না, আবার সব জালেও আটকা পড়েনা। নির্দিষ্ট কিছু জাল আছে এবং সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সাগরে কিছু নির্দিষ্ট চ্যানেলও আছে যা গনি মিয়া ভাল করেই চিনতে পারে। তাই গনি মিয়া বছরে দুই একবার এই মাছ ধরে পত্রিকার ও টিভির হেডলাইন হই। গনি মিয়ার সফলতা কামনা করছি। তিনিও সেন্টমার্টিন দ্বীপ কে বার বার পরিচয় করিয়ে দিচ্ছেন বিশ্ব দরবারে। অসংখ্য ধন্যবাদ গনি মিয়াকে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাবিব খানের ফেসবুক থেকে নেওয়া


আরো বিভিন্ন বিভাগের খবর