বিডি প্রতিবেদক ;
র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল ১৯/১১/২০২২ খ্রিঃ তারিখ অনুঃ ১৫.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ কেরুনতলী চাকমারকুলগামী রাস্তার মাথায় টেকনাফ-কক্সবাজার পশ্চিশ পার্শ্বস্থ পাকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে ১নং, ২নং এবং ৩নং ধৃত ব্যক্তিদের নিকট হতে সর্বমোট ৬০ (ষাট)টি বিদেশী কাচের মদের বোতল যার গায়ে ইংরেজিতে MANDALAY DISTILLERY MYANMAR, 40% ALC লেখা বিদেশী মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদের নাম ১। হৃদয় শর্মা (১৯), পিতা-সোপাল শর্মা, মাতা-ছবিরানী শর্মা, ২। মোঃ আরিফ (২০), পিতা- মোঃ ইসলাম, মাতা- ছেনোয়ারা বেগম, উভয় সাং-মরিচ্যা, ০১ নং ওয়ার্ড, ইউপি-হলুদিয়া পালং, থানা- উখিয়া, ৩। আনোয়ার ইসলাম বাপ্পী (২৮), পিতা নুরুল ইসলাম, সাং পশ্চিম পানখালী, ০৪ নং ওয়ার্ড, ইউপি- হ্নীলা, থানা- টেকনাফ, সর্ব জেলা-কক্সবাজার জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদের উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং বর্ণিত মাদক ব্যবসায়ীগন পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিদেশী মদ অবৈধ ভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজত ঘটনাস্থলে অবস্থান করছিল। অদ্য উপরোল্লিখিত বিদেশী মদসহ র্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত আসামীগনদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।