শিরোনাম :
আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ৫৫ জেলে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের জলখেলী উৎসব শুরু রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব নাঃ ড. খলিলুর রহমান পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু মহেশখালী-কক্সবাজার নৌপথে পরীক্ষামূলক ভাবে সি-ট্রাক চালু, চকরিয়ায় ভূয়া নৌ-বাহিনীর সদস্য পরিচয়কারী নারী-পুরুষ গ্রেফতার চকরিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিং উদ্বোধন কক্সবাজারগামী ট্রেনে আগুন, আতঙ্কে লাফ দেওয়া মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু সমুদ্রে ৫৮ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

পর্যটনসেবা খাতে বিনিয়োগকারিদের হয়রানি ও দুর্ভোগ লাঘবে ‘ওয়ানস্টপ সার্ভিস চালুর দাবী

নিউজ রুম / ৮০ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

রহমান মোর্শেদ :
পর্যটনসেবা খাতে বিনিয়োগকারিদের হয়রানি ও দুর্ভোগ লাঘবে ‘ওয়ানস্টপ সার্ভিস সেন্টার চালুসহ নানা দাবিতে সংবাদ সম্মেলন করেছে পর্যটন সংশ্লিষ্ট কয়েকটি ব্যবসায়ি সংগঠন।
মঙ্গলবার বিকালে কক্সবাজার শহরের এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে ৪ টি ব্যবসায়ি সংগঠন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতি, বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি জেলা শাখা, হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন ও মেরিন ড্রাইভ রিসোর্ট মালিক সমিতির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, পর্যটন নগরী কক্সবাজারের উন্নয়নে সাড়ে ৩ লাখ কোটি টাকার বেশী ব্যয়ে সরকারের ১২ টি মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে কক্সবাজার একটি আধুনিক ও বিশ্বমানের নগরীতে পরিণত হবে। এতে দেশি-বিদেশী পর্যটকদের কাছে কক্সবাজারের কদর আরও বাড়বে।
কিন্তু পর্যটন শিল্পখাতে বিনিয়োগকারিরা সেবা নিতে গিয়ে সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্টানগুলোর কাছে প্রতিনিয়ত নানা হয়রানি ও দুর্ভোগ পোহাতে হয়। তাই ওয়ানস্টপ সার্ভিস সেন্টার, বর্জ্য ব্যবস্থাপনায় এসটিপি স্থাপন, সাগরে নিরাপদ গোসলের ব্যবস্থাসহ পর্যটন খাতের উন্নয়নে ব্যবস্থা গ্রহণ জরুরি। অন্যথায় সরকারের উন্নয়ন কর্মকান্ডের সুফল মুখ থুবড়ে পড়বে।

কক্সবাজারকে পর্যটন বিমুখ করতে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ব্যবসায়ি নেতারা বলেন, কিছু কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য নিয়ে সংবাদ প্রচার করায় পর্যটন শিল্পখাতে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে এ খাতে রাজস্ব আয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে কক্সবাজার হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি শাহ আলম চৌধুরী, বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি জেলা শাখার সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, কক্সবাজার হেটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার এবং মেরিন ড্রাইভ রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মুকিম খান সহ অনেকে উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর