মোঃশাহ আলম,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় মাদার ট্রি গর্জন গাছভর্তি ট্রাক সহ পাচারকারী এক সদস্যকে আটক করেছেন সংশ্লিষ্ট বনবিভাগ।
রবিবার (৫ ফ্রেরুয়ারী) ভোর সাড়ে ৬টার দিকে চকরিয়া-মহেশখালী কেবি জালাল উদ্দিন সড়কের রামপুর এলাকা থেকে গাড়ীটি জব্দ করা হয়।
বনবিভাগ সূত্রে জানায়,ফাঁসিয়াখালী রেঞ্জের অধিন নলবিলা ও ভারপ্রাপ্ত ডুলাহাজারা বনবিট কর্মকর্তা অবনি কুমার রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করা হয়েছে।
অভিযানকারীরা আরো জানান, ডুলাহাজারা ইউপির রিংভং ১নং ওয়ার্ডের সোয়াজানিয়া এলাকায় মাদার ট্রি গর্জনগাছ কেটে পাচারকালে সংশ্লিষ্ট বনবিভাগের কর্মকর্তা কাছে খবর আসে।এমতাবস্থায় বনবিট কর্মকর্তা অভিযান চালাতে গেলে পাচারকারীরা গাছ বনবিভাগের নয় বলে উল্টো চ্যালেঞ্জ করে।পরে অভিযান টিমকে পাত্তা না দিয়ে কেবি জালাল উদ্দিন সড়ক দিয়ে চলে যাওয়ার সময়,পিছনে গাছ ভর্তি ট্রাকটি ধাওয়া করে,পাচারকারীরা সহ গাছভর্তি ট্রাক আটক করেছেন।জব্দের পরে দেখা যায় গাড়ীতে ৭টি মাদার ট্রি গর্জন গাছ রয়েছেন।জব্দকৃত গাছগুলো ডুলাহাজারা বনবিটের বিএস দাগ নং ৭০২এর ৫৯নং এর সংরক্ষিত বনের গাছ।জব্দকৃত গাড়ী নং- নোয়াখালী ড-১১-০৩৬৮।আটককৃত ব্যক্তি-উপজেলার ফাঁসিয়াখালী ইউপির পশ্চিম পুক-পুকুরিয়া এলাকার জাকের আহমদের ছেলে এনামুল হক।
নাম প্রকাশে অইচ্ছুক স্হানীয়রা জানান,ভ্যানচালক থেকে সম্প্রীতি বন রাজা বনে যাওয়া গাছচোর সিন্ডিকেটের মূলহোতা ডুলাহাজারার ১নং ওয়ার্ডের রিংভং ছগিরশাহকাট-সোজানিয়া এলাকার ৮টি বন মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী গোলাম কাদের ছেলে ফোরকান এর গাছ বলে জানিয়েছেন।সেই ফোরকানের কেবি জালাল উদ্দিন সড়কস্হ সোয়াফাঁড়িতে শেয়ারকৃত অবৈধ একটি করাতকল রয়েছে।বন রাজা কোটিপতি ফোরকান প্রতিরাতে গর্জন,সেগুন গাছগুলো কেটে পাচার করে থাকে।তার অপকর্মে বিরুদ্ধে সাক্ষী দেওয়া মানে মহাবিপদ ডেকে আনা।অনেক দিন পর বনবিভাগ কেমনে তার গাছ আটক করলো জানিনা।তব বনবিভাগের কর্মকর্তাকে ধন্যবাদ জানায়।
এবিষয়ে বিট কর্মকর্তা অবনি কুমার রায় বলেন, ৫ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৬টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভং (সোয়াজানিয়া) এলাকা থেকে গর্জন গাছবোঝাই একটি ট্রাক গাড়িকে ধাওয়া করে ৭ টুকরা গর্জন গাছসহ গাড়িটি জব্দ আর একজন পাচারকারীর সদস্য আটক করি।পরে আটকৃত গাছ পাচারকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।এখানে নাকি শক্তিশালী গাছচোর সিন্ডিকেটের একটি টিম রয়েছে।সৃষ্টিকর্তা সহায়,আমি এই সিন্ডিকেট নির্মূল করে ছাড়বো।