শিরোনাম :
টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জেলে ফেরত এনেছে বিজিবি “১ টাকায় হাজার টাকার বাজার” নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবি শিশু সহ ২ জন নিখোঁজ, জীবিত উদ্ধার-৮ কক্সবাজারে নাতনির স্বামীর হাতে নানী খুন বিকাশের দোকান চুরিতে ২লাখ ৭০হাজার টাকা উধাওঃব্যথার ওপর সংবাদকর্মী ব্যথা নৌবাহিনীর অভিযান : মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া কোটি টাকার মালামাল জব্দ মালয়েশিয়া বলে ইনানী সৈকতে শতাধিক রোহিঙ্গাকে রেখে পালালো দালালরা জলবায়ু পরিবর্তনের ফলে কক্সবাজারের অনেক এলাকায় খাবার পানির সংকট :ইয়াছমিন-রহিমার পানির দুঃখ ঘুচালো হাইসাওয়া

সার্ফারী পার্কের হাসপাতালে কেমন আছে টুম্পা

নিউজ রুম / ২৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১২:০২ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্হ বঙ্গবন্ধু শেখ মুজিব সার্ফারী পার্কের হাসপাতালে চিকিৎসারত সিংহা “টুম্পা” কেমন আছেন?
জানতে সরেজমিনে গেলে দেখা-গত ৩১ জানুয়ারী সিংহা”টুম্পা”র জীবন সঙ্গী হিংস”রাসেল”কে হারিয়ে মানসিকভাবে আরো হীনতায় ভোগছিলেন।জোড়া সঙ্গীয় হিংস”রাসেল ও সিংহা”টুম্পা” ছিল সমবয়সী।বিদায়ী রাসেলের বয়স ১৬বছর আর বর্তমান অসুস্হ টুম্পার বয়স ১৫বছর।গত ১০ জানুয়ারী ৫ সদস্যে বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা করা হচ্ছে।এমতাবস্থায় সিংহ”রাসেল”র মৃত্যূ হয়।তখন থেকেই অসুস্হ সিংহা”টুম্পা”র এখনো চিকিৎসা চলছে।তবে সিংহা”টুম্পা”র রোগ আরোগ্যের কোন লক্ষণও দেখা যাচ্ছে না।কখন কোন সময়,কোন মূহুর্তে বিদায় নিবে সিংহা”টুম্পা”বলা যায় না।পৃথিবীর সকল প্রাণী মরণশীল।সেই হিসাবে হায়ত-মৃত্যূ আল্লাহর ফায়সালা।
এবিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সার্ফারী পার্কের রেঞ্জকর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন,হিংসশালায় জোড়াভাবে বসবাস করত সিংহ”রাসেল”আর সিংহা”টুম্পা”।এই দুই প্রাণীই একই সঙ্গে হঠাৎ অসুস্হ হয়ে পড়ে।গত ১০ জানুয়ারী মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।এত উন্নত চিকিৎসা চলার ফলেও সিংহ”রাসেল”সুস্হ হয়ে ফিরে আসেনি।এখন অসুস্হ সিংহা”টুম্পা”পার্কের ভিতরে হাসপাতালে চিকিৎসা চলছে।তবে চিকিৎসার দেওয়ার মধ্যেও টুম্পা’র রোগ আরোগ্যের কোন লক্ষণ আমরা আপাতত দেখছিনা।বাকীটা আল্লাহ সহায়,আল্লাহর মর্জি।


আরো বিভিন্ন বিভাগের খবর