শিরোনাম :
টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জেলে ফেরত এনেছে বিজিবি “১ টাকায় হাজার টাকার বাজার” নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবি শিশু সহ ২ জন নিখোঁজ, জীবিত উদ্ধার-৮ কক্সবাজারে নাতনির স্বামীর হাতে নানী খুন বিকাশের দোকান চুরিতে ২লাখ ৭০হাজার টাকা উধাওঃব্যথার ওপর সংবাদকর্মী ব্যথা নৌবাহিনীর অভিযান : মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া কোটি টাকার মালামাল জব্দ মালয়েশিয়া বলে ইনানী সৈকতে শতাধিক রোহিঙ্গাকে রেখে পালালো দালালরা জলবায়ু পরিবর্তনের ফলে কক্সবাজারের অনেক এলাকায় খাবার পানির সংকট :ইয়াছমিন-রহিমার পানির দুঃখ ঘুচালো হাইসাওয়া

মহেশখালীর সুফল উপকারভোগীদের মাঝে চেক বিতরন

নিউজ রুম / ২০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
বিশ্ব ব্যাংকের অর্থায়নে টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্পের সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় বন সংরক্ষণ গ্রামের সুবিধাভোগী সদস্যদের মাঝে জীবিকা উন্নয়ন তহবিলের চেক বিতরণ অনুষ্ঠান হয়েছে কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়ায়।
আজ শনিবার দুপুরে কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে
চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী।
চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপকূলীয় বন বিভাগের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, সাবেক উপপ্রধান বন সংরক্ষক মোঃ শফিউল আলম চৌধুরী, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী, কালার মারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ, সহকারি বন সংরক্ষক আবুল কালাম আজাদ ,মহেশখালীর গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা এস এম আনিসুর রহমান প্রমুখ।
শেষে ২৫ হাজার ২ শ টাকা করে ৯০ জন উপকারভোগীর মাঝে ২২ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করেন অতিথিরা।
এভাবে মহেশখালীর এক হাজার উপকারভোগীর মাঝে পর্যায়ক্রমে সুফল প্রকল্পের চেক বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন, নিজের প্রয়োজনে বন পরিবেশ ও প্রতিবেশ কে রক্ষা করতে হবে। কোনভাবেই বন উজাড় বা ধ্বংস করা যাবে না।
বর্তমান প্রধানমন্ত্রী বন ও পরিবেশ রক্ষায় যথেষ্ট আন্তরিক।


আরো বিভিন্ন বিভাগের খবর