শিরোনাম :
টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জেলে ফেরত এনেছে বিজিবি “১ টাকায় হাজার টাকার বাজার” নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবি শিশু সহ ২ জন নিখোঁজ, জীবিত উদ্ধার-৮ কক্সবাজারে নাতনির স্বামীর হাতে নানী খুন বিকাশের দোকান চুরিতে ২লাখ ৭০হাজার টাকা উধাওঃব্যথার ওপর সংবাদকর্মী ব্যথা নৌবাহিনীর অভিযান : মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া কোটি টাকার মালামাল জব্দ মালয়েশিয়া বলে ইনানী সৈকতে শতাধিক রোহিঙ্গাকে রেখে পালালো দালালরা জলবায়ু পরিবর্তনের ফলে কক্সবাজারের অনেক এলাকায় খাবার পানির সংকট :ইয়াছমিন-রহিমার পানির দুঃখ ঘুচালো হাইসাওয়া

অবশেষে কক্সবাজারে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য

নিউজ রুম / ২৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক:
বিশাল সাগরের বুকে দাঁড়িয়ে থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জানাবে পর্যটকদের স্বাগত। স্বাধীনতার বায়ান্ন বছর পর বঙ্গবন্ধুর বহু স্মৃতি বিজড়িত পর্যটন নগরী কক্সবাজারে নির্মিত হচ্ছে পিতা মুজিবের কাঙ্খিত এই ভাস্কর্য। কলাতলী মোড়ে হাঙ্গর ভাস্কর‌্যের স্থলেই এটি নির্মিত হবে।
শুক্রবার বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিনে ভাস্কর্যের ভিত্তি প্রস্থর স্থাপন করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। তিনি বলেন, কক্সবাজারে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ এই জনপদের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। অবশেষে সেই স্বপ্ন আলোর মূখ দেখলো। বঙ্গবন্ধুর ভাস্কর্য দেখে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আরও সমৃদ্ধ হবে।
পৌর মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অপরাজেয় বাংলাদেশের নির্বাহী সভাপতি মাহবুব আনাম, সাধারণ সম্পাদক মিলু এইচ রহমান, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে পৌর মেয়র মুজিবুর রহমান জানালেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের মধ্য দিয়ে কলংমুক্ত হবে কক্সবাজার। পাশাপাশি পর্যটন শিল্প বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর কেউ এই ভাস্কর্য বিনষ্ট করতে চাইলে সমুচিত জবাব দেওয়া হবে।
অপরাজেয় বাংলার সদস্য সচিব মিলু এইচ রহমান জানান, অপরাজেয় বাংলা ও কক্সবাজার পৌরসভা যৌথভাবে নির্মাণ করছে ভাস্কর্যটি। যার উচ্চতা হবে ১৮ ফিট, সাথে বেইজ হবে ৮ ফিট উচ্চতার। এতে খরচ হবে প্রায় ৪০ লক্ষ টাকা। শিল্পী শাহাবুদ্দিনের আঁকা একটা পেইন্টিং এর আদলে নির্মিত হবে এই ভাস্কর্য এবং এটি হবে সমুদ্রের দিকে মুখ করা কংক্রিটের স্থায়ী ভাস্কর্য।
এদিকে রাজনীতির উর্ধ্বে ওঠে দীর্ঘদিন পর স্বপ্ন পূরণ হতে যাওয়ায় বেশ উদ্বেলিত কক্সবাজারবাসী।


আরো বিভিন্ন বিভাগের খবর